কলকাতা, 26 জুলাই: রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-ইডির পাশাপাশি এ বার তদন্তে নামল রাজ্য পুলিশ (State Police Formed Special Team to Found Previous Cases in SSC Corruption) ৷ কিন্তু, চুপিসাড়ে ৷ তবে, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ সূত্রের খবর, রাজ্য পুলিশের বিভিন্ন সেলের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ সেই বিশেষ দলে যেমন রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা, তেমনই রয়েছেন আইপিএস পদমর্যাদার আধিকারিকরাও ৷
যদিও এ ব্যাপারে রাজ্য পুলিশের আইপিএস মহলের একাংশের দাবি, এটা কোনও তদন্ত নয় ৷ বরং শুধুমাত্র খোঁজখবর রাখা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুর্নীতিকাণ্ডে ওয়াকিবহাল রাখা ৷ আর সেই কাজ মাঝেমধ্যেই করে থাকে রাজ্যে পুলিশের গোয়েন্দা দফতর ৷ কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতার গ্রেফতারির পরেই কেন হঠাৎ করে জেগে উঠল রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ? এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷
আরও পড়ুন:ওজন 111 কেজি, তাই কি এত সমস্যা পার্থর শরীরে ? কী বলছে ভুবনেশ্বর এইমসের রিপোর্ট