কলকাতা, 3 মে: আলুর জোগানে ঘাটতি হবে না। আলুর দাম বাড়ারও কোনও আশঙ্কা নেই। আশ্বস্ত করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে চাহিদার তুলনায় প্রায় 30 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। ফলে সমস্যা হবে না।
লকডাউনের জেরে অনেকেই চাল এবং আলু মজুত করেছে । পাশাপাশি, দিন আনা, দিন খাওয়া মানুষকে ত্রাণ হিসেবে চাল ও আলু দেওয়া হচ্ছে । যার ফলে বর্তমানে চালের দাম কিছুটা হলেও বেশি। তবে আলুর দাম আপাতত স্থিতিশীল। কিন্তু, আলুর দামও কী ভবিষ্যতে বাড়তে পারে ? এই প্রশ্নের উত্তরে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।