কলকাতা, 7 মার্চ : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ যে কোনও স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশনের শর্তাবলী দিয়ে ফেব্রুয়ারির 27 তারিখ কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল একটি বিজ্ঞপ্তি । আর সেই বিজ্ঞপ্তিতে থাকা বিভিন্ন শর্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল । শর্তাবলীর মধ্যে যেমন একদিকে জানতে চাওয়া হয়েছিল প্রার্থী পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা অন্য কোনও দেশের বাসিন্দা কি না । শুধু তিনটি নির্দিষ্ট দেশের নামই কেন উল্লেখ করা হয়েছে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনই মহিলাদের জননতন্ত্রের অবস্থার পরীক্ষার কথা মেডিকেল ভেরিফিকেশনের শর্তাবলীতে থাকায় ক্ষোভে ফেটে পড়েন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা । জানা গেছে, বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তার ফাইল শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।
2017 সালের উচ্চশিক্ষা আইন অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । আর তারজন্য কী কী শর্ত থাকবে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল । বিজ্ঞপ্তিতে থাকা একাধিক শর্ত নিয়ে ক্ষোভে প্রকাশের পাশাপাশি বিজ্ঞপ্তির বিতর্কিত শর্তগুলি প্রত্যাহারের দাবি জানান অধ্যাপকরা ।