পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরের - The Higher Education Department decided to withdraw the controversial terms

27 ফেব্রুয়ারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ যে কোনও স্থায়ী পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৷ বিজ্ঞপ্তিতে কিছু শর্ত ছিল যেগুলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অধ্যাপকরা ৷ বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের দাবি তুলেছিলেন ৷ সূত্রের খবর, বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ৷ এই সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৷

উচ্চশিক্ষা দপ্তর
ফাইল ছবি

By

Published : Mar 7, 2020, 1:22 AM IST

কলকাতা, 7 মার্চ : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ যে কোনও স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশনের শর্তাবলী দিয়ে ফেব্রুয়ারির 27 তারিখ কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল একটি বিজ্ঞপ্তি । আর সেই বিজ্ঞপ্তিতে থাকা বিভিন্ন শর্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল । শর্তাবলীর মধ্যে যেমন একদিকে জানতে চাওয়া হয়েছিল প্রার্থী পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা অন্য কোনও দেশের বাসিন্দা কি না । শুধু তিনটি নির্দিষ্ট দেশের নামই কেন উল্লেখ করা হয়েছে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনই মহিলাদের জননতন্ত্রের অবস্থার পরীক্ষার কথা মেডিকেল ভেরিফিকেশনের শর্তাবলীতে থাকায় ক্ষোভে ফেটে পড়েন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা । জানা গেছে, বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তার ফাইল শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

2017 সালের উচ্চশিক্ষা আইন অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । আর তারজন্য কী কী শর্ত থাকবে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল । বিজ্ঞপ্তিতে থাকা একাধিক শর্ত নিয়ে ক্ষোভে প্রকাশের পাশাপাশি বিজ্ঞপ্তির বিতর্কিত শর্তগুলি প্রত্যাহারের দাবি জানান অধ্যাপকরা ।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "এটাও উচ্চশিক্ষা দপ্তর পুরোপুরি চাপিয়ে দিচ্ছে । বিশ্ববিদ্যালয়ের কিছু করার রাস্তা রাখছে না । মেডিকেল ভেরিফিকেশনে কয়েকটি তথ্য জানতে চাওয়া হয়েছে যা আপত্তিকর । ওভারি, ইউটেরাস এগুলো নিয়ে জানতে চেয়েছে । একটা জায়গায় লেখা আছে, আপনি বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে এসেছেন কি না ? আপনার ধর্ম কী? এতে আমরা CAA-র প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ৷ ওখানে লেখা আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ভেরিফিকেশন করবে পুলিশ । তারা কী করে করে জানা নেই । এই সমস্তটা নিয়েই আমরা বলেছি এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে ।"

সূত্রের খবর, বিজ্ঞপ্তির বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর । ইতিমধ্যেই সেই সংক্রান্ত ফাইল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য । পাশাপাশি জানা গেছে, নবান্নের তরফে বিতর্কিত শর্তাবলী প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে ৷

ABOUT THE AUTHOR

...view details