পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ‍্যে এবার 'পে অ্যান্ড ইউজ়' কোয়ারানটাইন সেন্টার - coronavirus precautions

কলকাতার 31টি হোটেলে কোয়ারানটাইন সেন্টার করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে । টাকা খরচ করে সেখানে বিলাসিতায় কাটাতে পারবেন কোরোনা আক্রান্তেরা ।

corona
পে অ্যান্ড ইউজ়' কোয়ারানটাইন সেন্টার

By

Published : Mar 26, 2020, 7:51 AM IST

Updated : Mar 26, 2020, 8:18 AM IST

কলকাতা, 26 মার্চ : রাজ্যে এবার 'পে অ্যান্ড ইউজ়' কোয়ারানটাইন সেন্টারের ব্যবস্থা করা হল । নোভেল কোরোনা ভাইরাসের মোকাবিলায় প্রাথমিক পর্যায়ে 31টি হোটেলে এই ধরনের সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । যাঁদের কোয়ারানটাইনে থাকতে হবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই ব্যবস্থায় তাঁরা চাইলে নিজেদের পয়সা খরচ করে বিলাসবহুল হোটেলের রুমেও কোয়ারানটাইনের জীবন কাটাতে পারেন ।

বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই 'পে অ্য়ান্ড ইউজ়' কোয়ারানটাইন সেন্টারের জন্য 31টি হোটেলের নামের একটি তালিকা প্রকাশ করেছে । প্রাথমিক পর্যায়ে এই হোটেলগুলিকে রাখা হয়েছে । তবে, আগামী দিনে অন্য আরও হোটেল কর্তৃপক্ষ এই পরিষেবা দিতে চাইলে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে । এদিন হোটেলগুলির নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হোটেলগুলির কোনটিতে থাকতে গেলে কত খরচ পড়বে, কোন হোটেলে কতগুলি রুমের ব্যাবস্থা রয়েছে, তাও প্রকাশ করা হয়েছে । যোগাযোগের জন্য প্রতিটি হোটেলের সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ফোন নম্বর, ডেজ়িগনেশন এবং ইমেল আইডি প্রকাশ করা হয়েছে । রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত এই তালিকা অনুযায়ী, দেড় হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হবে, এমন রুমের ব্যবস্থা রয়েছে এই কোয়ারান্টাইন সেন্টারে । নিউটাউন, রাজারহাট, চিনারপার্ক, লেকটাউন, দমদম বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কালীঘাট, ভবানীপুর, পার্কসার্কাস, বেগবাগানসহ ধর্মতলা এবং পার্কস্ট্রিটের আশপাশের এলাকায় রয়েছে এই হোটেলগুলি ।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, যেভাবে COVID-19 সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তা প্রতিরোধের জন্য ইতিমধ্যেই নিউটাউন, কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে । তবে, বর্তমান পরিস্থিতি যা তাতে আরও কোয়ারান্টাইন সেন্টারের প্রয়োজন । এই পরিস্থিতিতে যাঁদের সামর্থ্য রয়েছে তাঁদের জন্য এই 'পে অ্যান্ড ইউজ়' কোয়ারান্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । এই হোটেলগুলিতে কোয়ারান্টাইন সেন্টারের প্রোটোকল মেনে চলা হচ্ছে কি না, স্বাস্থ্য দপ্তর তা নজরে রাখবে বলে জানিয়েছে ।

Last Updated : Mar 26, 2020, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details