পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC 21 July Rally: তৃণমূলের 'শহিদ দিবস' পালনের আগে চিকিৎসাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশ ! স্বাস্থ্য দফতরের পদক্ষেপে বিতর্ক - অমিত মালব্য

তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সমাবেশ (TMC 21 July Rally) উপলক্ষে বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর (State Health Department) ! তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ কী বলছেন বাম, বিজেপি নেতারা ?

State Health Department notice regarding TMC 21 July Rally sparks Controversy
TMC 21 July Rally: তৃণমূলের 'শহিদ দিবস'-এর চিকিৎসাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশ ! স্বাস্থ্য দফতরের পদক্ষেপে বিতর্ক

By

Published : Jul 14, 2022, 9:05 PM IST

কলকাতা, 14 জুলাই:রাজ্যের শাসকদলের অনুষ্ঠানের কথা উল্লেখ করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (State Health Department) ! আর তা নিয়ে শুরু নয়া বিতর্ক ৷ দু'বছর পর এবার ফের কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশ (TMC 21 July Rally) করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ যার পোশাকি নাম 'শহিদ দিবস' ৷ তারই প্রেক্ষিতে বুধবার (13 জুলাই, 2022) একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর ৷ তাতে বলা হয়েছে, আগামী 19 জুলাই থেকে 21 জুলাই, 'শহিদ দিবস'-এর কার্যক্রম শেষ না-হওয়া পর্যন্ত সমস্ত সরকারি চিকিৎসাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো মজুত রাখতে হবে ৷ একইসঙ্গে, ব্লাড ব্যাংকগুলিকেও পর্যাপ্ত পরিমাণে রক্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের এমন নির্দেশিকায় প্রশ্ন তুলছেন বাম, বিজেপি নেতারা ৷

বিজেপি নেতা তথা দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) এই প্রসঙ্গে একটি টুইট করেছেন ৷ তাঁর বক্তব্য, এভাবে কি কোনও রাজনৈতিক দলের কর্মসূচির কথা উল্লেখ করে সরকারি নির্দেশিকা দেওয়া যায় ? তাহলে কি 21 জুলাইয়ের সমাবেশ তৃণমূলের অনুষ্ঠান নয় ? সেটি কি আদতে রাজ্য সরকারেরই অনুষ্ঠান ?

আরও পড়ুন:21 July TMC rally: একুশে জুলাইয়ের সমাবেশে গেলে নিতে হবে ছুটি, নির্দেশিকা তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, 21 জুলাই বিজেপি-র বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস ৷ যা নিয়ে ইতিমধ্যেই অনেক জলঘোলা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য প্রত্যাহারের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে ৷ গেরুয়া শিবিরের একাংশের আশংকা, এই ধরনের মন্তব্য়ে প্রভাবিত হয়ে তৃণমূলের নেতা, কর্মীরা বিজেপি সদস্যদের উপর হিংসাত্মক হামলা চালাতে পারেন ৷ অমিত মালব্য কার্যত এ নিয়েই প্রশ্ন তুলেছেন ৷ তাহলে কি ওই দিন সত্যি কোনও অশান্তি ছড়াতে পারে ? সেই কারণেই কি রাজ্যের স্বাস্থ্য দফতর হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ? অমিত তাঁর টুইটে এমনটাই বলতে চেয়েছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ পাশাপাশি, এমন নির্দেশিকায় সরকারি সম্পত্তির অপব্য়বহারেরও অভিযোগ তুলেছেন এই বিজেপি নেতা ৷

অন্যদিকে, এ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়েই কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) ৷ তিনি বলেন, "এমন নির্দেশিকা বেআইনি ৷ কোনও রাজ্যের সরকারই কোনও দলের কর্মসূচিতে এমন নির্দেশিকা দিতে পারে না ৷ কিন্তু, তার থেকেও বড় কথা হল, তৃণমূলের যে আর নিজের কোনও ক্ষমতা নেই, তারা যে পুরোপুরি সরকারের ক্ষমতানির্ভর, তা এই নির্দেশিকাতেই স্পষ্ট ৷ অতিমারির সময় সিপিএম কার্যত একটি সমান্তরাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলেছিল এবং সেখানে প্রশাসনের কোনও সহযোগিতা ছিল না ৷ অথচ, তৃণমূল 21 জুলাইয়ের অনুষ্ঠান করবে, তাতে যদি কেউ কোনও কারণে অসুস্থ হয়ে পড়েন, তাঁর চিকিৎসার জন্য রাজ্যের তরফে নির্দেশিকা জারি করতে হচ্ছে ! এই ঘটনাতেই তৃণমূলের কঙ্কালসার চেহারা সকলের সামনে চলে এসেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details