পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ঠান্ডা ভালো, বৃষ্টি খারাপ", ডেঙ্গির মরশুম নিয়ে চিন্তায় স্বাস্থ্য দপ্তর - ডেঙ্গির মরশুম

অন্যান্য বছর দেখা যায় 20 নভেম্বরের মধ্যে ডেঙ্গি কমে যায় । এবার হয়ত 20 নভেম্বরের মধ্যে ডেঙ্গি পুরোপুরি নাও কমতে পারে ‌। নভেম্বরের শেষ পর্যন্ত এটা চলতে পারে । বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী ৷

প্রতীকী ছবি

By

Published : Oct 27, 2019, 5:26 AM IST

কলকাতা, 27 অক্টোবর : ঠান্ডা ভালো, বৃষ্টি খারাপ । তবে, এখনই বোঝা সম্ভব হচ্ছে না ভালো না খারাপ, কোন দিকের পাল্লা কত বেশি ভারী । যার জেরে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও বুঝতে পারছে না, ডেঙ্গি সংক্রমণের হার এবার আরও বেড়ে যাবে কি না । স্বাস্থ্য দপ্তর এখনও বুঝতে পারছে না, এবার আরও কতদিন চলবে ডেঙ্গির মরশুম ।

অক্টোবরের শেষ সপ্তাহে রাজ্যে বৃষ্টি অব্যাহত । বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও কমে গেছে । এদিকে, এই বৃষ্টির জমা জলে যেমন ডেঙ্গির জীবাণু বহনকারী মশার বংশ বৃদ্ধি ঘটতে পারে । তেমনই, তাপমাত্রা কম থাকলে অর্থাৎ, ঠান্ডা পড়লে কমে যেতে পারে ডেঙ্গি সংক্রমণের হার । নভেম্বর পর্যন্ত ডেঙ্গির মরশুম থাকে, বিশেষজ্ঞরা এমনই বলেন । অনেক চিকিৎসক বলছেন, এই অক্টোবরের শেষেও ডেঙ্গি সংক্রমণের হার বেশ ভালোরকম রয়েছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ডেঙ্গি সংক্রমণের হার একটু বেড়েছিল, এখনও পর্যন্ত বেড়ে আছে । তবে, ধীরে ধীরে এবার কমের দিকে যাবে ।"

একই সঙ্গে তিনি বলেন, "উত্তর 24 পরগনার হাবরাসহ সেখানকার আশপাশ অঞ্চলে ডেঙ্গির প্রকোপ কমে গেছে । তবে, নদিয়া এবং হাওড়ায় ডেঙ্গির প্রকোপ এখনও রয়েছে ।" এই যে বৃষ্টি হল, তা কতটা প্রভাব ফেলতে পারে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, "বৃষ্টি হল । একটু ঠান্ডাও পড়েছে । ঠান্ডা ভালো, বৃষ্টি খারাপ । এই দুটো মিলিয়ে ফলাফল কী দাঁড়াবে তা দিন পনেরোর মধ্যে বোঝা যাবে ।" নভেম্বর পর্যন্ত ডেঙ্গির মরশুম । এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, "অন্যান্য বছর দেখা যায় 20 নভেম্বরের মধ্যে ডেঙ্গি কমে যায় । এবার হয়ত 20 নভেম্বরের মধ্যে ডেঙ্গি পুরোপুরি নাও কমতে পারে ‌। নভেম্বরের শেষ পর্যন্ত এটা চলতে পারে । ডিসেম্বরে ডেঙ্গি থাকবে না, কারণ ঠান্ডা পড়ে যাবে । এই বৃষ্টির জন্য ডেঙ্গি কমতে আরও একটু সময় লেগে যাবে ।"

একই সঙ্গে তিনি বলেন, "একটা বিষয় ভালো, ঠান্ডাটা একটু পড়েছে । অন্য বছর এই সময় এতটা ঠান্ডা থাকে না । যদি ঠান্ডাটা চলে আসে, তাহলে ডেঙ্গি কমে যাবে ।" রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গিতে 19 জনের মৃত্যু হয়েছে । যদিও সূত্রের খবর, সরকারি ঘোষণা অনুযায়ী মৃতের এই সংখ্যা আরও বাড়বে । কারণ, ডেঙ্গিতে কারও মৃত্যু হয়েছে কি না, স্বাস্থ্য দপ্তর তা খতিয়ে দেখে ঘোষণা করে । সূত্রের খবর, বেশ কয়েকটি ঘটনা এখনও খতিয়ে দেখেনি স্বাস্থ্য দপ্তর । খতিয়ে দেখার পরে, চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা অন্তত 25 যেতে পারে । চলতি বছরে এ রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার 17 হাজারের মতো ।

এ দিকে, ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার নবান্নে মাসিক পর্যালোচনা বৈঠক হয়েছে সব বিভাগকে নিয়ে । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে । এ দিকে, ডেঙ্গিতে এবার শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, "ডেঙ্গি শহরে হয়, এবার দেখা যাচ্ছে শহরের বদলে গ্রামে বেশি হচ্ছে ।" কেন এমন পরিস্থিতি? তিনি বলেন, "অ্যালবোপিকটাস মশা ঘরের বাইরে বেশি কামড়ায় । গ্রামাঞ্চলে এই মশার মাধ্যমে ডেঙ্গির সংক্রমণ ঘটছে ।" একই সঙ্গে তিনি বলেন, "এই মশা শহরেও দেখা যায় । রোগ ধীরে ধীরে ছড়িয়েও পড়তে থাকে‌ ।"

ABOUT THE AUTHOR

...view details