পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

3 বেসরকারি হাসপাতালে MD কোর্স পড়ানোর অনুমতি নেই, হাইকোর্টে জানাল রাজ্য - কলকাতা হাইকোর্ট

মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে ।

ছবিটি প্রতীকী

By

Published : Aug 10, 2019, 12:54 PM IST

কলকাতা, 10 অগাস্ট : মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে । বাইপাসের ধারের দুটি এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিল MD কোর্স ।

মামলাকারীর তরফে আইনজীবী দেবাশিস সাহা জানান, মেডিকা, পিয়ারলেস ও দুর্গাপুর মিশন হাসপাতালে বেআইনিভাবে কোনও স্বীকৃতি ছাড়া পড়ানো হচ্ছে ইমারজেন্সি মেডিসিনে MD কোর্স । এই অভিযোগে 2017 সালে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অরগানাইজেশন নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার ও ওই তিন হাসপাতালের কাছে হলফনামা চেয়ে পাঠায় । গতকাল আদালতে হলফনামা জমা দেয় মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার । পিয়ারলেস ছাড়া হলফনামা জমা দেয় বাকি দুটি হাসপাতাল । মেডিকেল কাউন্সিল ও রাজ্য সরকার জানায়, MD কোর্স পড়ানোর জন্য ওই তিন হাসপাতালের কোনও অনুমতি ছিল না ।

যদিও মামলার শুনানিতে তিন হাসপাতালের তরফে আইনজীবী বলেন, " ইমারজেন্সি মেডিসিন একটা সম্পূর্ণ নতুন বিষয় । তাই অত্যাধুনিক পদ্ধতিতে অন্য দেশ থেকে ডাক্তার এনে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছে। এতে চিকিৎসা পরিষেবার উন্নতি হবে ।"

যেহেতু পিয়ারলেস হাসপাতাল এখনও তাদের বক্তব্য জানায়নি, সেই জন্য গতকাল কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট । আগামী 16 অগাস্ট পিয়ারলেসকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে প্রধানবিচারপতির বেঞ্চ । ওই দিনই মামলার পরবর্তী শুনানি ।

ABOUT THE AUTHOR

...view details