কলকাতা, 10 অগাস্ট : মেডিকেল কাউন্সিল ও রাজ্যের অনুমতি ছাড়া ইমারজেন্সি মেডিসিনে কি করে পড়ানো হচ্ছে MD কোর্স? বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে যাতে এটা বন্ধ হয় তার মৌখিক নির্দেশ দিয়েছে । বাইপাসের ধারের দুটি এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ইমারজেন্সি মেডিসিনে পড়ানো হচ্ছিল MD কোর্স ।
মামলাকারীর তরফে আইনজীবী দেবাশিস সাহা জানান, মেডিকা, পিয়ারলেস ও দুর্গাপুর মিশন হাসপাতালে বেআইনিভাবে কোনও স্বীকৃতি ছাড়া পড়ানো হচ্ছে ইমারজেন্সি মেডিসিনে MD কোর্স । এই অভিযোগে 2017 সালে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অরগানাইজেশন নামে একটি সংগঠন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার ও ওই তিন হাসপাতালের কাছে হলফনামা চেয়ে পাঠায় । গতকাল আদালতে হলফনামা জমা দেয় মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকার । পিয়ারলেস ছাড়া হলফনামা জমা দেয় বাকি দুটি হাসপাতাল । মেডিকেল কাউন্সিল ও রাজ্য সরকার জানায়, MD কোর্স পড়ানোর জন্য ওই তিন হাসপাতালের কোনও অনুমতি ছিল না ।