পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমফানে ক্ষতিগ্রস্ত সিনেমা হল মালিকদের সাহায্য নবান্নের - সিনেমা হল মালিকদের সাহায্য নবান্নের

সিনেমা হলের মালিকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আমফান ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে ক্ষতি হওয়া সিনেমাহলগুলির মালিকদের 1 লাখ থেকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

state government
সিনেমা হল মালিকদের সাহায্য নবান্নের

By

Published : Sep 5, 2020, 6:17 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া সিনেমা হলের মালিকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। লাখ টাকা ক্ষতিপূরণের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তথ্য সংস্কৃতি দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত সিনেমাহলগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে তারা 2 লাখ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলো পাবে 1 লাখ টাকা করে।


আমফান ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সিনেমাহল। কোরোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ সিনেমা হলগুলো। তার উপরে আমফানে হলগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে সিনেমা হলের মালিকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন সিনেমা হল মালিকেরা। তাদের আবেদনে সাড়া দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সেই মতো শুক্রবার ক্ষতিগ্রস্ত সিনেমাহলগুলির জন্য জারি হলো বিজ্ঞপ্তি। জানিয়ে দেওয়া হল শুধুমাত্র সিঙ্গল স্ক্রিনের মালিকেরা ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবে। আমফানের তাণ্ডবে কম ক্ষতি হওয়া সিনেমা হলের মালিকরা পাবে 1 লাখ টাকা করে। বেশি ক্ষতি হওয়া সিনেমা হলের মালিকেরা পাবে 2 লাখ টাকা করে। তবে ক্ষতিপূরণের বিষয়টি জেলাশাসকের দপ্তর থেকে খতিয়ে দেখা হবে। পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই দেওয়া হবে যাবতীয় ক্ষতিপূরণ।


ABOUT THE AUTHOR

...view details