কলকাতা, 9 জুন : রাজ্যের নয়া পোর্টাল ‘বেনভ্যাক্স’ এখনই চালু করা হচ্ছে না ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এ কথা জানানো হয়েছে ৷ সূত্রের খবর, যেহেতু আপাতত টিকাদান প্রক্রিয়া সম্পূর্ণভাবে কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে, কেন্দ্র 18 বছরের বেশি বয়সী সমস্ত মানুষকে টিকাদানের সমস্ত খরচ বহন করবে, সেক্ষেত্রে নতুন করে এই পোর্টাল চালু করে বিতর্কে জড়াতে চাইছে না রাজ্য সরকার ৷ আর সে কারণেই আপাতত এই পোর্টাল চালু করার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে টিকাদানের গতি-প্রকৃতি দেখেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ প্রসঙ্গত, করোনার টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য আমজনতাকে প্রদান করতেই নয়া পোর্টাল চালু করতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷