পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bangla Awas Yojana: কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ, বিধায়ক উন্নয়ন তহবিলে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির পরিকল্পনা - নবান্ন

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) বাড়ি তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের ৷ কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো এই বিকল্প পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷

State Government Plans to Build Bangla Awas Yojana Houses With Help of MLA Welfare Fund
State Government Plans to Build Bangla Awas Yojana Houses With Help of MLA Welfare Fund

By

Published : Sep 20, 2022, 9:22 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রের জনকল্যাণমূলক অধিকাংশ প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে নিয়ম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছেন ৷ কিন্তু, এই অবস্থায় মানুষের মাথার উপর ছাদ তৈরি যাতে না আটকে যায়, সেজন্য এ বার খোদ মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হলেন ৷

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার ৷ বরং বিধায়ক উন্নয়ন তহবিল (MLA Welfare Fund) থেকে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মাধ্যমে গৃহহীন মানুষকে ছাদ দেবে রাজ্য সরকার ৷ সেই লক্ষ্যে বিধায়কদের তাঁদের উন্নয়ন তহবিলের টাকা ব্যবহার করার নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার ৷ অন্তত নবান্ন (Nabanna) সূত্রে তেমনটাই খবর ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলার বাড়ি প্রকল্পের অর্থ জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরে ব্যবহার করা হোক ৷ যতদূর জানা যাচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা বের করতে চলেছে প্রকল্প রূপায়ণ দফতর ৷

বর্তমানে রাজ্যের সব বিধায়ক নিজের এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য বছরে দু’টি কিস্তিতে মোট 60 লক্ষ টাকা পান ৷ সেই টাকায় নিজেদের বিধানসভা এলাকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পে খরচ করেন তাঁরা ৷ এতদিন গরিবদের বাড়ি তৈরির খাতে বিধায়করা এই অর্থ ব্যয় করতে পারতেন না ৷ কিন্তু, গত কয়েকমাস যাবৎ গরিবদের বাড়ি তৈরির খাতে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ উঠেছে ৷ সেই খামতি ভরাট করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়ক তহবিলের সাহায্য নেওয়ার কথা ভেবেছে বলে নবান্ন সূত্রে খবর ৷

আরও পড়ুন:বিজেপি বিধায়কদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার

সম্প্রতি একটি জেলার প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে ইঙ্গিত দেন মমতা ৷ তার পরেই এই অগ্রগতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ আসলে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অর্থ বন্ধ করে দেওয়ায়, রাজ্যের দিন আনা দিন খাওয়া মানুষের জন্য বাড়ি তৈরি একটা প্রাথমিক চাহিদার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কোনওভাবেই এই উদ্যোগ আটকে যাক ৷ আর সেই কারণেই গরিব মানুষের জন্য বাড়ি তৈরিতে এ বার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যবহার করার কথা ভাবছে রাজ্য সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details