কলকাতা, 18 অগস্ট: রাজ্যে যাতে করোনা সংক্রমণ বাড়ে তার ব্যবস্থা করছে রাজ্য সরকার ৷ এমনটাই মনে করছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এখন একটা কথা বলা হচ্ছে, খেলা হবে। কীসের খেলা হবে আমি বুঝতে পারছি না। কঠিন পরিস্থিতির মধ্যে বেকার যুবকদের চাকরি নেই । হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । অথচ বলা হচ্ছে খেলা হবে। স্কুল কলেজ বন্ধ । পরীক্ষা পড়াশোনা বন্ধ, শিক্ষার্থীরা দিশেহারা । অথচ খেলা হবে। প্রতিদিন শ্যুট আউট। এই পরিস্থিতিতে যা করা উচিত ছিল তা না করে, মানুষকে দিগভ্রষ্ট করে বলা হচ্ছে খেলা হবে।"
সুজনের অভিযোগ, "বিরোধীদের জমায়েতে পুলিশ অনুমতি দিচ্ছে না । আমাদের ছাত্র-যুবদের বিভিন্ন কর্মসূচি পুলিশের লাঠির সামনে পড়ছে। অথছ শাসক দলের জমায়েতের বিষয়ে প্রশাসনের চোখ বন্ধ । বিভিন্ন জায়গায় খেলা হবে বলে জমায়েত হচ্ছে । যখন সচেতনতা আরও বেশি করে দরকার, তখন তা না করে করোনাকে ফের সুপার স্প্রেডার হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার।"