পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বয়ান তৈরি, আলাপনের শোকজে কেন্দ্রকে জোড়া জবাব দিচ্ছে রাজ্য

নবান্ন সূত্রে খবর চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার সময় যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তাতে কোথাও বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ ছিল না । বলা হয়নি যে এই বিষয়ে বৈঠক ডাকা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এই বৈঠক ডাকছেন তেমনটাও উল্লেখ করা হয়নি ।

state-government-is-sending-two-reply-letters-to-central-government-on-alapan-banerjee-show-cause
state-government-is-sending-two-reply-letters-to-central-government-on-alapan-banerjee-show-cause

By

Published : Jun 2, 2021, 3:11 PM IST

Updated : Jun 2, 2021, 5:44 PM IST

কলকাতা, 2 জুন : আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নিয়ে জোড়া জবাব দিচ্ছে রাজ্য সরকার । একটি জবাব দিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । যেহেতু শোকজে মুখ্যসচিবের নাম উল্লেখ করা ছিল, সেই কারণেই এই জবাব দিচ্ছেন বর্তমান মুখ্যসচিব । শোকজের চিঠিতে অবশ্য ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম । যিনি এখন আর রাজ্যের মুখ্যসচিব নন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা । জবাব দিচ্ছেন আলাপনও । এদিন বিকেলের মধ্যেই সেই জবাবি চিঠি কেন্দ্রের কাছে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে । প্রশ্ন হল জবাবি চিঠির বয়ান কী হচ্ছে ।

নবান্ন সূত্রে খবর চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার সময় যে চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল তাতে কোথাও বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ ছিল না । বলা হয়নি যে এই বিষয়ে বৈঠক ডাকা হচ্ছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা অথরিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এই বৈঠক ডাকছেন তেমনটাও উল্লেখ করা হয়নি । এ তো গেল রাজ্যের বিষয় । আলাপন বন্দ্যোপাধ্যায়ের জবাবে তিনি কেন মিটিং ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কেন প্রধানমন্ত্রীকে ব্রিফ করেননি সে বিষয়ে জবাব দেবেন আলাপন নিজেই । এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফর সূচি ও মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীর কথা তিনি উল্লেখ করবেন ।

আরও পড়ুন: আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের শোকজ নিয়ে আমলাদের একটা বড় অংশ এখনও বলছেন, আইনত কোনও শাস্তি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিতে পারে না কেন্দ্রীয় সরকার । যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর আজ্ঞাবাহক, কাজেই তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মান্য করতে হবে । এক্ষেত্রে সে কাজই করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । প্রাক্তন আমলারা এও বলছেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন আমি আলাপনবাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি । তখন আলাদা করে মুখ্যসচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন থাকে না । অতএব গোটা বিষয়টি যদি আদালত পর্যন্ত গড়ায় সেক্ষেত্রে আলাপন বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে কোনও অভিযোগই ধোপে টিকবে না ।

Last Updated : Jun 2, 2021, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details