কলকাতা, 3 জুন : মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই সমস্ত কলেজে হবে ছাত্র সংসদ নির্বাচন ৷ আজ এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ নজরুল মঞ্চের ঘটনায় কেকে’র মৃত্যুক পর সতর্ক রাজ্যের শাসক দল (State Government is Preparing to Hold Student Union Elections After Death of KK) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টিকে ভালভাবে নেননি ৷ যেভাবে 3 হাজার ছাত্রছাত্রীর জন্য আমন্ত্রণপত্র ছাপিয়ে নজরুল মঞ্চে 7 হাজার দর্শককে প্রবেশ করানো হয়েছিল, তাতে বিরোধীরা তৃণমূল ছাত্র পরিষদকেই কাঠগড়ায় তুলেছে ৷ রাজ্যের শাসকদলের তরফ থেকে এর বিরোধিতাও করা হয়েছে ৷
তবে, মুখ্যমন্ত্রী চান এ ধরনের বিতর্ক যেন আগামিদিনে আর না হয় ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নির্দেশ দিয়েছেন, আগামিদিনে কলেজ ফেস্ট আয়োজনের ক্ষেত্রে যেন খরচে নিয়ন্ত্রণ করা হয় ৷
প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘‘আমরা চাই প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক ৷ তবে, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী এ বিষয়ে অনুমোদন না দিচ্ছেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না ৷ আমরা এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনব ৷ আশা করছি শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হবে ৷