পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে হাইকোর্টের আগের নির্দেশ পরিবর্তনের আর্জি রাজ্যের - সুভাষ সরোবরে ছট পূজার অনুমতি

কলকাতা হাইকোর্ট এক নির্দেশে জানায় ,সুভাষ সরোবর আর রবীন্দ্র সরোবরে ছট পূজা নিষিদ্ধ। সুভাষ সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আরজি জানালো রাজ্য সরকার।

high court
হাইকোর্ট

By

Published : Nov 18, 2020, 10:37 PM IST

কলকাতা, 18 নভেম্বর : সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানাল রাজ্য সরকার। রাজ্যের তরফে আর্জিতে বলা হয়েছে, 10 নভেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা পরিবর্তন করুক আদালত। জাতীয় পরিবেশ আদালত শুধুমাত্র রবীন্দ্র সরোবরে ছটপুজো করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । কিন্তু, কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত 10 নভেম্বর রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দু'জায়গাতেই ছটপুজো করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালত তাদের এই নির্দেশ সংশোধন করে সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দিক। আগামীকাল রাজ্যের এই আবেদনের শুনানি।

গত 10 নভেম্বর কলকাতা হাইকোর্ট এক নির্দেশে জানায় , এবছর ছটপুজোয় করা যাবে না কোনও শোভাযাত্রা। ঘাটে যেতে পারবেন প্রতি পরিবার থেকে মাত্র দুজন। সাধারণ মানুষ যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন করে তার জন্য রাজ্যকে নিরন্তর প্রচার চালানোর নির্দেশ দেয় আদালত । পাশাপাশি আদালত তাদের নির্দেশে পরিষ্কার জানায়, বাজানো যাবে না ডিজে, ঢাক ৷ কোনও ছোট বাদ্যযন্ত্র বাজানো যেতে পারে। খোলা যানবাহনে করে জলাশয় যেতে পারবেন পূজায় অংশগ্রহণকারীরা। এবং সুভাষ সরোবর আর রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ। KMDA সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দিলে পরিবেশ আদালতের নির্দেশ কঠোরভাবে মানতে হবে। কলকাতা পৌরনিগম স্থানীয় পৌর প্রতিনিধিদের দিয়ে পাড়ায় পাড়ায় প্রচার চালাবে। প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও ফোন নম্বর দিতে হবে বাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ।12 নভেম্বরের মধ্যে এটা কার্যকর করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আতশবাজি ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

অন্যদিকে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল KMDA ৷ সেই মামলাটিরও আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। এবছর ছট পুজো আগামী শুক্র ও শনিবার । ফলে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ABOUT THE AUTHOR

...view details