কলকাতা, 17 জুলাই :করোনার (Covid-19) তৃতীয় ঢেউ (Third Wave) আসন্ন ৷ তার ঠিক আগেই নাইট কার্ফু (Night Curfew) নিয়ে আরও কঠোর অবস্থান নিল রাজ্য প্রশাসন ৷ কঠোরভাবে যাতে রাজ্যের সর্বত্রই নাইট কার্ফু মেনে চলা হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H. K. Dwivedi) ৷ এদিন নবান্নে জেলাশাসকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠকেই মুখ্যসচিব জানান, এবার থেকে নাইট কার্ফু ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷ আদায় করা হবে মোটা অঙ্কের জরিমানাও ৷
আরও পড়ুন :Covid-19 Regulations : করোনা বিধি লঙ্ঘন করে শিলিগুড়িতে ডিস্কোয় পার্টি, গ্রেফতার 41
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে জারি রয়েছে নানা বিধিনিষেধ ৷ যার মধ্যে অন্যতম নাইট কার্ফু ৷ প্রতিদিন রাত ন’টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকে ৷ নির্দেশ হল, একান্ত জরুরি কারণ ছাড়া এই সময়ের মধ্যে কেউই আর রাস্তায় বেরোতে পারবেন না ৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না ৷ অভিযোগ, পুলিশের নজরদারিতে ঢিলেমির জন্যই আমজনতার মধ্যে নির্দেশ অমান্য করার প্রবণতা বাড়ছে ৷ এমনকী, নাইট কার্ফুর তোয়াক্কা না করেই চলছে রাতভর পার্টি, হুল্লোড় ৷
আরও পড়ুন :Digha Tourism : বাড়ল কড়াকড়ি, নির্দেশিকা না মানলে দিঘা গেটে নো এন্ট্রি
এদিকে, বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ অসর্কতা বা স্বাস্থ্যবিধি পালনে অনিয়ম পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ কিন্তু তারপরও কোভিডবিধি মানছেন না অনেকেই ৷ শিকেয় উঠেছে মাস্ক পরা বা দূরত্ববিধি মেনে চলার নিয়ম ৷ একইভাবে উপেক্ষিত হচ্ছে নাইট কার্ফুও ৷ কিন্তু এবার আর সেই অনিয়ম চলবে না ৷ এদিনের বৈঠকে জেলাশাসকদের সেটাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব ৷ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাও (B. P. Gopalika) ৷