কলকাতা, 8 নভেম্বর : হয়ত একেই বলে এক ঢিলে দুই পাখি মারা । এমনই করতে চাইছে রাজ্য সরকার। সবুজসাথী প্রকল্পে আর ভিনরাজ্য থেকে সাইকেল কিনে দেওয়া নয় ৷ রাজ্য সরকার চাইছে এ রাজ্যে তৈরি হোক সবুজসাথীর সাইকেল সরবরাহের জন্য কারখানা । আর এখানে বিনিয়োগ করুক কোনও নামী সাইকেল উৎপাদক সংস্থা । এতে একদিকে রাজ্যে নতুন বিনিয়োগের পথ প্রশস্ত হবে, কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে ৷ একইভাবে রাজ্যের অর্থ ভিন রাজ্যে যাওয়া থেকে আটকানো যাবে ।
জানা গিয়েছে, আগেই রাজ্যের আমলাদের যে সাইকেল অন্য রাজ্য থেকে নিয়ে আসা হয়- তার জন্য কোনও সাইকেল কারখানা তৈরি করা যায় কি না এমন উদ্যোগ নেওয়ার জন্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বিষয়টি পর্যালোচনা করতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সাইকেল কারখানা করতে প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চাওয়া হল ।
সবুজসাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য । প্রতি বছর রাজ্যকে 10 লক্ষ সাইকেল কিনতে হয় । সাইকেল পিছু রাজ্য বরাদ্দ করে প্রায় 3400 টাকা। যার ফলে 340 কোটি টাকা খরচ হয় । আর এই বিপুল পরিমাণ টাকার ব্যবসা বাইরের রাজ্যের সঙ্গে হয় । যেহেতু সরকারি প্রকল্প তাই এই প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা কম । তাই উত্পাদন করতেই হবে এই বিপুল সাইকেল । প্রশাসনের বক্তব্য, এই জন্য নামী সাইকেল প্রস্তুতকারক সংস্থাগুলি যদি এই রাজ্যে কারখানা গড়তে রাজি হয় তাহলে রাজ্যে যেমন বিনিয়োগ বাড়বে, তেমন কর্মসংস্থানও হবে । যার ফলে রাজ্যেরই অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে ।