পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Secondary Teachers Recruitment Corruption Case : নবম-দশমের নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য

নবম ও দশম শ্রেণির নিয়োগে সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার (State Government Challenges Order of CBI Investigation in Secondary Teachers Recruitment) ৷ আর সেই মামলাও ফিরিয়ে দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ৷ এই মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

State Government Challenges Order of CBI Investigation in Secondary Teachers Recruitment
State Government Challenges Order of CBI Investigation in Secondary Teachers Recruitment

By

Published : Apr 8, 2022, 1:07 PM IST

কলকাতা, 8 এপ্রিল : নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাতেও সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার (State Government Challenges Order of CBI Investigation in Secondary Teachers Recruitment) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে ৷ জানা গিয়েছে, এই মামলাটিও বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে ছিলেন প্রধান বিচারপতি ৷ কিন্তু, এ ক্ষেত্রেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ৷

নবম-দশমে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা ৷ সেই মামলাও ফিরিয়ে দিয়েছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ৷ তবে, শান্তিপ্রসাদ সিনহা ফের প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানাবেন বলে জানা যাচ্ছে ৷ তার পর এই সমস্ত মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে এসএসসি’র নিয়োগের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে আবেদনগুলিও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রয়েছে ৷

আরও পড়ুন : SSC Teacher Recruitment Corruption Case : নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি ও গ্রুপ-সি’র শিক্ষক নিয়োগের মোট পাঁচটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ আগে চারটি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে একের পর এক ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শুনতে অস্বীকার করে ৷ শেষে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলাগুলি গ্রহণ করে ৷ আগামী সোমবার সম্ভবত সেই সমস্ত মামলার শুনানি হবে ৷ তার সঙ্গে গতকালের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে যে আপিল করেছে রাজ্য এবং এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ৷ সেই মামলা দু’টিরও শুনানি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details