কলকাতা, 8 এপ্রিল : নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাতেও সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার (State Government Challenges Order of CBI Investigation in Secondary Teachers Recruitment) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে ৷ জানা গিয়েছে, এই মামলাটিও বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে ছিলেন প্রধান বিচারপতি ৷ কিন্তু, এ ক্ষেত্রেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ৷
নবম-দশমে সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা ৷ সেই মামলাও ফিরিয়ে দিয়েছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ৷ তবে, শান্তিপ্রসাদ সিনহা ফের প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানাবেন বলে জানা যাচ্ছে ৷ তার পর এই সমস্ত মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে এসএসসি’র নিয়োগের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে আবেদনগুলিও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রয়েছে ৷