কলকাতা, 1 জুলাই: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করা হল রাজ্য সরকারের তরফে ৷ এই উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, শান্তনু সেন প্রমুখ ৷ সুবোধ মল্লিক স্কোয়ারে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনেই তাঁর মর্মর মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টরা ৷
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁজা বলেন, "আজকের দিনের তাৎপর্য অপরিসীম ৷ বিধানচন্দ্র রায় ভারতের রত্ন ৷ তাঁর জন্য আমরা গর্বিত ৷ তিনি আমাদের আইডল ৷ রাজনৈতিক জগতের পাশাপাশি চিকিৎসক জগতেও তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ এটি তাঁর বাড়ি ৷ এখানে তাঁর চেয়ার রয়েছে ৷ সেই চেয়ারে বসে তিনি রোগীদের দেখতেন ৷ রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এখানে এসেছিলাম ৷"