কলকাতা, 4 জানুয়ারি : পৌর আইন অনুযায়ী যে কোনও ব্যক্তিকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। মন্তব্য কলকাতা হাইকোর্টের। কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে কেন তাঁকে সরানো হল, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন সৌমেন্দু অধিকারী, সেই মামলার শুনানিতে আজ বিচারপতি অরিন্দম সিনহা এই মন্তব্য করলেন।
মামলার শুনানিতে মামলাকারী সৌমেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "কেন পরিবর্তন করা হল একজন ইলেক্টেড কাউন্সিলর কে? নির্দিষ্ট প্রশাসনিক কারণ ছাড়া কাউকে পদচ্যুত করা যায় না। এখানে আদৌ কোনও প্রশাসনিক কারণ আছে কি না সেটাই আসল প্রশ্ন। পাশাপাশি তাঁকে পদচ্যুত করে বর্তমানে যাকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি একজন নির্বাচিত কাউন্সিলর পর্যন্ত নন।"
এর প্রত্যুত্তরে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, "পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি আইন অনুযায়ী, রাজ্য সরকার যে কোনও ব্যক্তিকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করতে পারে।" তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের একাধিক জাজমেন্ট উল্লেখ করেন।