পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

EVM নয়, ব্যালটে পৌর নির্বাচনের সম্ভাবনা - কলকাতা

পৌর নির্বাচনের গতিপ্রকৃতি বলছে ফিরতে চলেছে ব্যালট ৷ কারণ এপ্রিলে নির্বাচন হলে ইতিমধ্যে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং হয়ে যাওয়ার কথা । কিন্তু সেই কাজ এখনও শুরু হয়নি । কমিশনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জেলায় যায়নি । এ বিষয়ে কমিশনের এক কর্তা বলেন, "হাতে যা সময় দিয়েছে তাতে আর ফার্স্ট লেভেল চেকিং সম্ভব নয় । এখনও নির্দিষ্ট নির্দেশিকা না এলেও সেই সূত্রে ধরে নেওয়া যায় ব্যালটেই হবে পৌরভোট ।"

Municipality election on Ballot not EVM
ব্যালটেই পৌর নির্বাচন

By

Published : Mar 10, 2020, 11:42 PM IST

কলকাতা, 10 মার্চ : লোকসভা নির্বাচনে EVM-এ কারচুপি হয়েছিল । দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর একুশে জুলাইয়ের মঞ্চেও EVM-এর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছিলেন তিনি । জানিয়ে দিয়েছিলেন রাজ্যের সব ভোট হবে ব্যালটেই । পৌর নির্বাচনের গতিপ্রকৃতি বলছে ফিরতে চলেছে ব্যালট ৷ কলকাতা, হাওড়া পৌরনিগমের নির্বাচন হবে ব্যালটেই । নির্বাচন কোন মাধ্যমে হবে তা ঠিক করার অধিকার রয়েছে শুধুমাত্র কমিশনের । এক্ষেত্রে রাজ্যের শাসকদলের দাবি মেনেই কি পৌর নির্বাচনে ব্যালট ব্যবহার হবে? উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

পঞ্চায়েত ভোট ব্যালট পেপারে হলেও EVM ব্যবহার শুরুর পর থেকে পৌর ভোট হচ্ছে তাতেই । উপ নির্বাচনের ক্ষেত্রেও ব্যবহার হয় EVM ৷ এমনকী লোকসভা নির্বাচনের ঠিক আগে কলকাতা পৌরনিগমের উপনির্বাচনেও ব্যবহার হয়েছিল EVM ৷ সেই উপনির্বাচনে নির্বাচিত হন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম । আসন্ন পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচনেও EVM-এর দিকেই পাল্লা ভারী ছিল । নির্বাচন কমিশনের বড় অংশ চাইছিল ভোট হোক EVM-এ । রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে কুড়ি হাজারের কিছু বেশি ভোটিং মেশিন রয়েছে । সেগুলি স্ট্রংরুমে সুরক্ষিত অবস্থায় রাখা আছে । যদিও সেই মেশিন M2 প্রজাতির । কিন্তু দেশের নির্বাচন কমিশন এখন ব্যবহার করছে M3 । দেশের নির্বাচন কমিশনের দাবি, এই মেশিনের টেম্পারিং কিংবা হ্যাকিং কোনওভাবেই সম্ভব নয় । পাশাপাশি স্বচ্ছতার প্রয়োজনে গত লোকসভা নির্বাচনে সবক'টি বুথে ব্যবহার করা হয়েছিল VVPAT । সেগুলি বানিয়েছিল ECIL । যার প্রস্তুতকারী ইউনিট রয়েছে হায়দরাবাদে । এখন EVM-এর রয়েছে তিনটি ইউনিট । ইলেকট্রনিক ভোটিং মেশিন, কন্ট্রোল ইউনিট এবং VVPAT । মাসখানেক আগে রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে আসে ECIL-এর প্রতিনিধিরা । তাঁরা দেখিয়ে যান M3 মেশিনের ডেমো । তবে ওই মেশিনে পেটেন্ট রয়েছে দেশে নির্বাচন কমিশনের । সেই সূত্রে ওই দিন দেখা হয় M2 মেশিনের সঙ্গে VVPAT কাজ করছে কি না । কিন্তু তারপর পুরো বিষয়টি 180 ডিগ্রি ঘুরে যায় ।

এপ্রিলে নির্বাচন হলে ইতিমধ্যে EVM-এর ফার্স্ট লেভেল চেকিং হয়ে যাওয়ার কথা । কিন্তু সেই কাজ এখনও শুরু হয়নি । কমিশনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জেলায় যায়নি । এ বিষয়ে কমিশনের এক কর্তা বলেন, "হাতে যা সময় দিয়েছে তাতে আর ফার্স্ট লেভেল চেকিং সম্ভব নয় । এখনও নির্দিষ্ট নির্দেশিকা না এলেও সেই সূত্রে ধরে নেওয়া যায় ব্যালটেই হবে পৌরভোট ।"

EVM নয়, ব্যালটেই পৌর নির্বাচন

লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরোধীদের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ইলেকট্রনিক ভোটিং মেশিন তুলে দিয়ে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিতে জোরদার সওয়াল করা হয়েছিল । তার আগে থেকেই বিতর্কটা চলছিল । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি রীতিমতো ভারতের নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন । বলেছিলেন, প্রমাণ করে দেবেন ভোটিং মেশিন হ্যাক করা সম্ভব । সেই সূত্রে নির্বাচন কমিশনের তরফে ওপেন চ্যালেঞ্জ জানানো হয় । বলা হয়, যদি কেউ ভোটিং মেশিন হ্যাক করে দেখাতে পারে তবে কমিশন অন্য ভাবনা ভাববে । সেই চ্যালেঞ্জে কেউ সামনাসামনি না হলেও, নির্বাচনের আগে এবং পরে EVM টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে । তাতে সমর্থন ছিল তৃণমূলের । এমনকী লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে খোদ তৃণমূল নেত্রী এ বিষয়ে অভিযোগ করেন । ব্যালটের মাধ্যমে আগামী পৌর নির্বাচন হবে তা একপ্রকার নিশ্চিত । সেই সূত্রে কমিশনের আশঙ্কা, ফল প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট সময় লেগে যেতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details