পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Election : হাওড়া-কলকাতার নির্বাচন নিয়ে জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ

হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) তরফে ৷

Municipal Election, Howrah and Kolkata Municipal Election, হাওড়া-কলকাতা পুরনির্বাচন
Municipal Election

By

Published : Nov 13, 2021, 7:56 AM IST

Updated : Nov 13, 2021, 10:45 AM IST

কলকাতা, 13 নভেম্বর : কলকাতা ও হাওড়ার আসন্ন পুরভোটের প্রস্তুতিপর্ব নিয়ে হয়ে গেল প্রথম দফায় প্রশাসনিক বৈঠক । হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) কর্মকর্তারা । বৈঠক করা হবে মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও ৷

যেকোন সময় ভোট ঘোষণা হতে পারে । রাজ্য কমিশনের তরফে ভোটের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের । সবরকম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে । শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে । আবার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন ।

বালি পুরসভার ক্ষেত্রে আজ বিধানসভায় সিদ্ধান্তের পর রাজ্য গেজেট দেবে নির্বাচন কমিশনের কাছে । তারপরই নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে । তবে বাড়ি বাড়ি গিয়ে সিনিয়র সিটিজেনদের ভোটগ্রহণের কোনও ব্যবস্থা এখনও করা হয়নি । এই বিষয়ে কমিশনের কাছে এখনও কোনও প্রস্তাব আসেনি ।

উত্তেজনা প্রবণ বুথের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে । কত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে সেটা হিসাব করে জানাতে বলা হয়েছে জেলা প্রশাসককে । সব বুথের 200 মিটারের মধ্যে থাকবে 144 ধারা । থাকছে অক্সিলিয়ারি বুথও ।

আরও পড়ুন : Suvendu Adhikari: রাজ্যে জন্ম নিয়ন্ত্রণে স্পেশাল সেন্সাসের দাবি শুভেন্দুর

Last Updated : Nov 13, 2021, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details