পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Election : হাওড়া-কলকাতার নির্বাচন নিয়ে জেলাশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ - রাজ্য নির্বাচন কমিশন

হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) তরফে ৷

Municipal Election, Howrah and Kolkata Municipal Election, হাওড়া-কলকাতা পুরনির্বাচন
Municipal Election

By

Published : Nov 13, 2021, 7:56 AM IST

Updated : Nov 13, 2021, 10:45 AM IST

কলকাতা, 13 নভেম্বর : কলকাতা ও হাওড়ার আসন্ন পুরভোটের প্রস্তুতিপর্ব নিয়ে হয়ে গেল প্রথম দফায় প্রশাসনিক বৈঠক । হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) কর্মকর্তারা । বৈঠক করা হবে মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও ৷

যেকোন সময় ভোট ঘোষণা হতে পারে । রাজ্য কমিশনের তরফে ভোটের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের । সবরকম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে । শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে । আবার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন ।

বালি পুরসভার ক্ষেত্রে আজ বিধানসভায় সিদ্ধান্তের পর রাজ্য গেজেট দেবে নির্বাচন কমিশনের কাছে । তারপরই নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে । তবে বাড়ি বাড়ি গিয়ে সিনিয়র সিটিজেনদের ভোটগ্রহণের কোনও ব্যবস্থা এখনও করা হয়নি । এই বিষয়ে কমিশনের কাছে এখনও কোনও প্রস্তাব আসেনি ।

উত্তেজনা প্রবণ বুথের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে । কত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে সেটা হিসাব করে জানাতে বলা হয়েছে জেলা প্রশাসককে । সব বুথের 200 মিটারের মধ্যে থাকবে 144 ধারা । থাকছে অক্সিলিয়ারি বুথও ।

আরও পড়ুন : Suvendu Adhikari: রাজ্যে জন্ম নিয়ন্ত্রণে স্পেশাল সেন্সাসের দাবি শুভেন্দুর

Last Updated : Nov 13, 2021, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details