পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কমছে দৈনিক কোরোনা সংক্রমণ - কোরোনা সংক্রমণ

24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 979 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 69 হাজার 671 ।

corona
corona

By

Published : Oct 30, 2020, 8:53 PM IST

কলকাতা, 30 অক্টোবর : রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ ৷ কমেছে মৃতের সংখ্যাও । 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 979 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 989 ৷

এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 69 হাজার 671 । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 59 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 6 হাজার 784 জনের মৃত্যু হয়েছে ।

আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ৷ সেখানে গত 24 ঘণ্টায় 880 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ আক্রান্ত হয়েছে 866 জন ।

রাজ্যে গতকাল পর্যন্ত 44 লাখ 68 হাজার 496টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 43 হাজার 774টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 45 লাখ 12 হাজার 270টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 50 হাজার 136 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.19% ।

ABOUT THE AUTHOR

...view details