কলকাতা, 21 জানুয়ারি : 31 জানুয়ারির মধ্য়ে জেলাভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী তালিকা পাঠাতে হবে ৷ প্রদেশ কংগ্রেসের তরফে জেলার সভাপতিদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কাছে সেই তালিকা জমা দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি রাজ্য়ের কোন জেলায় কংগ্রেসের সাংগঠিনক হাল কেমন ? তা জানতে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
একদিকে রাজ্য়ে চলেছে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ মুখ্য় নির্বাচন কমিশনার নিজে সব বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ৷ এই পরিস্থিতিতে এবার কোমর বেঁধে আসরে নামল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ 31 জানুয়ারির মধ্য়ে রাজ্য়ের সব জেলা ভিত্তিক বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য় প্রার্থীদের তালিকা তৈরি করে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠাতে বলা হয়েছে ৷ সেই মত তালিকা থেকে ঝাড়াই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ৷ পাশাপাশি সব জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি কেমন ? সে নিয়ে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী এবং অসিত মিত্রদের রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ তাঁরা প্রদেশ কংগ্রেসকে এ নিয়ে তথ্য় দিচ্ছেন ৷ তাঁদের কাছে চলতি সপ্তাহের মধ্য়ে প্রার্থীদের নামের তালিকা চলে আসবে ৷ তারপর তাঁরাই সেগুলি পাঠাবেন প্রদেশ কংগ্রেসের রাজ্য় দপ্তরে ৷