কলকাতা, 29 অক্টোবর : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যকে সমর্থন করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, রাজ্যের অবস্থা যে দিকে এগোচ্ছে তাতে আরও খারাপ অবস্থা হবে । ভারত সহ অন্য দেশের নাগরিকদের জানার দরকার আছে। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার নীতিই হল হিংসা।
পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার নীতিই হল হিংসা : দিলীপ ঘোষ - বিজেপি রাজ্য সভাপতি
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে ৷ তাঁর এই মন্তব্যকে সমর্থন করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ সেখানেই তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে ৷ যেখানে বিরোধী দলগুলির অধিকার খর্ব করা হচ্ছে ৷ এমনকী রাজ্য়ের আমলারাও রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি ৷
রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করে তাঁর অভিযোগ, বিরোধীদের ধ্বংস করে রাজনীতি করতে চাইছে তৃণমূল । সরকারের যারা অফিসার পুলিশ হোক বা আমলা, তারাও এই ধরনের হিংসায় মদত জুগিয়ে চলেছে । তিনি আরও বলেন, দুর্গাপুজোর সময়ও BJP-র 3-4 জন কর্মীকে হত্যা করা হয়েছে। বাগনানের প্রসঙ্গ টেনে বলেন, সরকার এত অমানবিক হয়ে গিয়েছে যে মৃত ব্যক্তিকে কোরোনা রোগী হিসেবে দেখানো হচ্ছে । অথচ তাকে হত্যা করা হয়েছে ।