কলকাতা, 10 অগস্ট: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার জোয়ারে ভাসছে মানুষ ৷ পোশাক থেকে পেশায় এসেছে পরিবর্তন ৷ আধুনিকতার আঁচ আজ সব জায়গায় ৷ কিন্তু রুচি ভাবনা সত্যিই কি আধুনিক হয়েছে ?
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St. Xavier's University) ঘটনা এই প্রশ্নই যেন আরও একবার তুলে ধরল । বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা ৷ আর সেটাই হয়েছিল তাঁর অপরাধ ! অধ্যাপিকার অভিযোগ, এই কারণেই চাকরি থেকে বরখাস্ত হতে হল তাঁকে ।
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন । তবে এই সবই তাঁর চাকরি জীবনের আগে । কিন্তু সেই আনন্দ মুহূর্তই অধ্যাপিকার জীবনে বাধা হয়ে দাঁড়াল 2021 অক্টোবর মাসে । আচমকাই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে জানানো হয়, সম্প্রতি এক ছাত্রের বাবা অভিযোগ তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে । এমনকী তিনি অভিযোগ তুলে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করারও পরিকল্পনা নেয় । আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে নিজে থেকেই পদত্যাগ করতে বলেন (St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy) ।