কলকাতা, 21 জুলাই: বাড়তে চলেছে নাইন-টেন, ইলেভেন-টুয়েলভের শূন্যপদের সংখ্যা । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এখবর জানা গেছে । নাইন-টেনের 1511টি ও ইলেভেন-টুয়েলভে 802টি শূন্যপদ রয়েছে । শূন্যপদের সংখ্যা কি বাড়ানো হয়েছে? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, গেজেটের নিয়ম মেনে যা করার করা হয়েছে । যদিও, শূন্যপদ বেড়েছে কি না তা নিয়ে স্পষ্টভাবে কোনও উত্তর দেননি শিক্ষামন্ত্রী ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বলেছি যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোকে নিয়ে নিতে । একটা কাট অফ ডেট করেছি । না হলে 19-এর পরীক্ষাটা হবে না । এটা রুলের মধ্যেই ছিল । দাড়িভিটের পরে আমরা ধরতে পারলাম DI-রা পরিদর্শন না করে ডাইসের রিপোর্ট দেখে শূন্যপদ দিয়ে দেয় । এখন আমরা বলেছি, স্কুলগুলোকে দেখে তোমায় শূন্যপদ দিতে হবে । নোটিফিকেশনে বলা ছিল যে, রিক্রুটমেন্টের আগে পর্যন্ত ভ্যাকেন্সি আমরা নিয়ে নেব । সেটা করা হয়েছে ।"
ভিডিয়োয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য যদিও, শূন্যপদ বাড়ার বিষয়ে তাঁর কাছে কোনও লেটার পৌঁছায়নি বলেই জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার । তিনি বলেন, "ফোর্থ কাউন্সেলিং করব । খুব শিগগিরই করব । কিন্তু, কত ভ্যাকেন্সিতে হবে সেটা নিয়ে আমি কিছু বলিনি । আমার কাছে কোনও লিখিত চিঠি আসেনি । ফোর্থ কাউন্সেলিং করব এই নিয়ে কোনও কথা হবে না । একটু গুছিয়ে নিই । তবে, আমার ইচ্ছা আছে যত দ্রুত সম্ভব করা যায় ।" তবে, স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহে ফোর্থ কাউন্সেলিংয়ের জন্য ভ্যাকেন্সি সংখ্যার চিঠি পৌঁছাতে পারে স্কুল সার্ভিস কমিশনের কাছে ।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনশনকারীদের নিয়ে আবার মুখ খোলেন । প্রেস ক্লাবের সামনে 29 দিন অনশনকারী ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে যান । সেই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "ওরা পাশ করলে হবে । মুখ্যমন্ত্রী তো আমাকে এই নির্দেশ দেননি যে ওরা ফেল করলেও করে দেবেন । ওরা যদি পাশ করে থাকে হবে । ওদের খাতা দেখিয়ে দিতে পারি । যতটুকু নিয়মের মধ্যে আছে সবটাই করা হবে । নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারব না । তাহলে আবার হাইকোর্টে যাবে লোকে । হাইকোর্ট বকুনি দেবে । দরকার কী ?"