কলকাতা, 26 জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে এ বার মুখোমুখি বসিয়ে জেরা করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা (ED to interrogate Partha-Arpita)। এর কারণ ইডি গোয়েন্দারা অনুমান করছেন, পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময়ে একটি উপদেষ্টা কমিটি গড়েছিলেন ৷ সেই উপদেষ্টা কমিটি কীভাবে গঠন করা হল এবং গঠনের স্বচ্ছতা কী রয়েছে তা জানা অত্যন্ত প্রয়োজন ।
এর আগেও শিক্ষা দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তদন্তে নেমে সিবিআই-এর কাছ থেকে একাধিক নথিপত্র ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । অপরদিকে, অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ছিলেন একজন অখ্যাত মডেল ৷ সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তারপর প্রভাব প্রতিপত্তি এমনকী আত্মীয়দের সরকারি চাকরি এবং সরকারি সুযোগ-সুবিধাও পাইয়ে দিয়েছিলেন তিনি । এ ছাড়াও অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হয়েছে । এখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের প্রশ্ন, কে বা কারা তাঁকে ফাঁসালেন বা কেন তাঁকে ফাঁসানো হয়েছে ।