পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam: সাতসকালে পার্থ-পরেশ-শান্তি প্রসাদের বাড়িতে ইডি, রাজ্যের 13 জায়গায় তল্লাশি - শান্তি প্রসাদ সিনহা

এসএসসি দুর্নীতি কাণ্ডে (ED raid) এ বার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরেশ অধিকারী ও শান্তি প্রসাদ সিনহার বাড়িতে হানা দিল ইডি (SSC Recruitment Scam)৷

SSC Recruitment Scam: ED raid at Partha Chatterjee, Paresh Chandra Adhikary, Shanti Prasad Sinha's house
পার্থ-পরেশ-শান্তি প্রসাদের বাড়িতে ইডি, রাজ্যের 13 জায়গায় তল্লাশি

By

Published : Jul 22, 2022, 10:29 AM IST

Updated : Jul 22, 2022, 11:34 AM IST

কলকাতা/মেখলিগঞ্জ, 22 জুলাই:এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এ বার একসঙ্গে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মেখলিগঞ্জে পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পাশাপাশি রাজ্যের 13টি জায়গায় শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান । এই অভিযানে রয়েছেন 70 থেকে 80 জনের গোয়েন্দাদের দল ৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) সার্ভে পার্কের বাড়িতেও হানা দিয়েছে ইডি (ED raid)৷

মূলত এসএসসি দুর্নীতি কাণ্ডে টাকা কীভাবে হস্তান্তর হয়েছিল, কোন কোন প্রভাবশালী এই ঘটনার সঙ্গে জড়িত, এই টাকার দ্বারা কারা উপকৃত হয়েছিলেন, তা জানার জন্যই এ দিন সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ।

একইসঙ্গে শুক্রবার সকালে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি । যদিও পরেশ অধিকারী 21 জুলাই-এর সভায় যোগ দিতে কলকাতায় এসেছেন । তিনি এখনও কলকাতাতেই রয়েছেন ।

আরও পড়ুন:পার্থ-পরেশ-অনুব্রত ও তাঁদের পরিবারের আয়ের উৎসের খোঁজে সিবিআই

তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুটি পৃথক এফআইআর করেছিল । এই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ৷ পাশাপাশি পরেশ অধিকারীকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । কিন্তু গোটা ঘটনায় কত টাকার তছরুপ হয়েছিল, কোন কোন প্রভাবশালী আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন, তা দেখার জন্যই এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ময়দানে নেমে পড়েছেন । দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা একাধিক তথ্য এবং নথিপত্র সংগ্রহ করেন । সেখানে দেখা যায়, বিভিন্ন জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে ৷ তিনি কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা ৷

Last Updated : Jul 22, 2022, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details