কলকাতা, 24 জুন:ডাটা রুম সিবিআই-এর হাতে, হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা হচ্ছে (SSC Chairman Siddhartha Majumder)৷ আদালতে এ কথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ একটি মামলার শুনানিতে হাজির হয়ে তিনি জানালেন স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম সিবিআইয়ের হাতে, সেই কারণে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না আদালতে (Chairman Siddhartha Majumder appears in Calcutta HC)।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ আদালতে এসে জানান, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত সিবিআই-এর হেফাজতে । হার্ড ডিস্ক বের করে নেওয়া হয়েছে (SSC recruitment scam)। কম্পিউটার প্রোসেসিং করতে হবে পুনরায় । ফলে এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে কিছু জানানো সম্ভব নয় ।
বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, দুটো বেঞ্চ আলাদা আলাদা নির্দেশ দিলে সমস্যা সবারই । সেই কারণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এই মামলার শুনানি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কী হয় তা দেখে মামলাকারীকে তা ফের উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । সেই মতো শুনানি হবে মামলার ।