কলকাতা, 2 মার্চ : আদালতের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিক শান্তিপ্রসাদ সিনহা ও সমরজিৎ আচার্য বুধবার কলকাতা হাইকোর্টে এসে সশরীরে হাজিরা দিলেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে সুদীর্ঘ সওয়াল জবাব চলল এই মামলার । আগামিকাল বেলা 12টায় এই মামলায় নির্দেশ দেবেন বলে বিচারপতি জানিয়েছেন (SSC Recruitment Case in Calcutta High Court) ।
অভিযোগ ছিল, প্যানেলে নাম না-থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু'বার রেকমেন্ডশন লেটার দিয়েছে স্কুল সার্ভিস কমিশন । সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে । তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু বিচারপতি মনে করছেন, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে যে বিপুল দুর্নীতি হয়েছে এটা সেই হিমশৈলের চূড়া মাত্র । সেই কারণে কে বা কারা নিয়োগপত্র দিলেন ওই প্রার্থীকে খুঁজে বের করতে তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন দুই চেয়ারম্যানকে ডেকে পাঠান আদালতে । তারপর আজ স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসবাদ করেন । 2016-এর এই নিয়োগ প্রক্রিয়ায় এঁরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন ।
প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানান, তিনি সুপারিশপত্র ছাপিয়েছেন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে । কিন্তু শান্তিপ্রসাদ সিনহা জানান, তিনি স্কুল সার্ভিস কমিশনের ভিতরে একটা নিয়োগ সংক্রান্ত কমিটি আছে । সেই কমিটির একজন সদস্য মাত্র । তিনি কমিটির বৈঠক ডাকা সংক্রান্ত কাজ দেখতেন । তিনি কাউকে নিয়োগের সুপারিশ দেওয়ার কাজ করতেন না । যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের উত্তরে একেবারেই সন্তুষ্ট নন তা পরিষ্কার জানান ।