পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Group-D Recruitment Corruption : এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের - এসএসসি গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি

এসএসসি’র গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য ৷ আগামিকাল ওই মামলার শুনানি ৷ প্রসঙ্গত, গতকাল এসএসসি গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির (SSC Group D Recruitment Corruption) অভিযোগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (CBI Enquiry for SSC Group D ) Recruitment) ৷

ssc-group-d-recruitment Corruption-state-moves-division-bench-of-calcutta-hc
এসএসসি গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে আপিল রাজ্যের

By

Published : Nov 23, 2021, 1:18 PM IST

Updated : Nov 23, 2021, 1:41 PM IST

কলকাতা 23 নভেম্বর : এসএসসি’র চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ দুর্নীতি (SSC Group D Recruitment Corruption) মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করল এসএসসি কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের চতুর্থ শ্রেণির প্রায় পাঁচশো কর্মীকে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নিয়োগ করার অভিযোগ উঠেছিল ৷ তা নিয়ে দুর্নীতির অভিযোগে গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে এসএসসি’র নিয়োগ প্রক্রিয়া নিয়ে ৷ (CBI Enquiry for SSC Group D Recruitment) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই আপিল করা হয়েছে ৷ বুধবার এই মামলার শুনানি রয়েছে ৷

গতকাল এসএসসি’র চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ যে নির্দেশে আগামী 21 ডিসেম্বর সিবিআইকে নিয়োগ দুর্নীতি অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি ৷ এনিয়ে রাজ্য সরকারের তরফে সিঙ্গল বেঞ্চের নির্দেশ নিয়ে আপত্তি করা হয়েছিল ৷ কিন্তু, সেই আপত্তিতে আমল না দিয়ে রায় বহাল রাখে আদালত ৷ আজ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল সরকার (State Moves Division Bench of Calcutta HC Over SSC Group D Recruitment) ৷

আরও পড়ুন : Group D recruitment case : গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম, সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

আজ সকালেই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে আগামিকাল সকাল সাড়ে দশটায় শুনানির আর্জি জানানো হয় ৷ কারণ হিসেবে এসএসসি’র তরফে বলা হয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী আগামিকাল বিকালে সিবিআই আধিকারিকদের হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দিতে হবে (CBI Enquiry for SSC Group D Recruitment) ৷ তার আগে ডিভিশন বেঞ্চে মামলা শুনানির আর্জি জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ৷ তাদের সেই আর্জি মেনে ডিভিশন বেঞ্চ আগামিকালই মামলা শুনবে ৷ সেই সঙ্গে সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি আদালতে জমা করতে বলা হয়েছে এসএসসি কর্তৃপক্ষকে ৷

আরও পড়ুন : Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

প্রসঙ্গত, এসএসসি’র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নিয়োগের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর, গ্রুপ ডি-তে একাধিক কর্মীকে নিয়োগ করা হয়েছিল ৷ বর্তমানে তাঁরা কর্মরত রয়েছেন ৷ এনিয়ে কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন ৷ সেই সময় তাঁরা অভিযোগ করেছিলেন নিয়োগের নথি নেই এমন 25 জনকে গ্রুপ ডি অর্থাৎ, চতুর্থ শ্রেণির কর্মীপদে নিয়োগ করা হয় ৷

আরও পড়ুন : Calcutta High Court : 25 কর্মীর বেতন আপাতত বন্ধ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত চাইল রাজ্য

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এসএসসি কর্তৃপক্ষের কাছে ওই 25 জনের নিয়োগ সংক্রান্ত নথি চেয়েছিল আদালত ৷ এমনকি, এসএসসির সচিবকেও তলব করা হয়েছিল ৷ তিনি আদালতে জানিয়েছিলেন, এসএসসির তথ্যভান্ডারেও ওই 25 জনের নিয়োগ সংক্রান্ত কোনও নথি নেই ৷ এরপরেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এসএসসি’কে ভর্ৎসনা করেছিলেন ৷ যা নিয়ে কার্যত হুমকির সুরে আদালত জানিয়েছিল, কীভাবে ওই 25 জনের নিয়োগ হয়েছে ? তা নিয়ে তথ্য দিতে না পারলে সিবিআই তদন্ত করাবে আদালত ৷ এরপর ওই মামলায় এসএসসি’র তরফে যে নথি পেশ করা হয় তাতে দেখা যায় ৷ 25 নয়, নিয়োগ সংক্রান্ত নথি নেই এমন পাঁচশো জনকে চতুর্থ শ্রেণির কর্মীপদে নিয়োগ করা হয়েছে ৷ নিয়োগের নথি না থাকা কর্মীদের বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷

Last Updated : Nov 23, 2021, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details