কলকাতা, 31 মার্চ : হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই তৎপরতা । বৃহস্পতিবার রাতেই সিবিআইয়ের একটি দল সার্ভে পার্ক থানা এলাকায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হাজির হয় (CBI raids house of SSC advisor) । গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য যান সিবিআই আধিকারিকরা ৷ যদিও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি ৷ গ্রুপ-ডিতে 98 জন কর্মী নিয়োগ মামলায় বৃহস্পতিবারই শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই সূত্রে খবর, তিনি বাড়িতে না থাকায় প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা । এরপর রাতেই আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে যান এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির এই সদস্য । মাঝরাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ ৷
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু একেক সময় একেক রকম উত্তর দেওয়ায় ক'দিন আগে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন এসপি সিনহা । ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য সংশোধন করে । কিন্তু গতকাল স্কুল সার্ভিস কমিশনের আরেকটি মামলায় বিচারপতি ফের পর্যবেক্ষণ করেন যে শান্তিপ্রসাদ সিনহার তত্ত্বাবধানেই নিয়োগ হয়েছিল । ক্ষুব্ধ বিচারপতি তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দেন ।