কলকাতা, 20 মে: ফের পরেশ অধিকারীকে আজ নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI again interrogating Paresh)। গতকাল তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর আজ ফের তাঁকে তলব করা হয় সিবিআইয়ের তরফে । বেশকিছু নথিপত্র নিয়ে আজ সকাল 10টা 40 মিনিটে নিজাম প্যালেসে যান পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary before CBI)৷
সিবিআইয়ের তরফে পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে (SSC case)৷ সেখানে তৃতীয় অনুচ্ছেদে দেওয়া বর্ণনায় লেখা আছে যে, তাঁর কন্যার মাথার উপর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে । তার জন্যই পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী সরকারি চাকরি পেয়েছেন । ফলে সিবিআইয়ের টার্গেট যে শুধুমাত্র রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এমনটা নয় । বরং এই ঘটনায় আর কোন কোন প্রভাবশালী নেতা নিজেদের প্রভাব খাটিয়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে বেনিয়মে চাকরি পাওয়াতে সুবিধা করে দিয়েছিলেন, সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা ।