পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

JEE মেইন 2020-তে রাজ্যে প্রথম শ্রীমন্তী - কলকাতা JEE

"আমি ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় লেভেলের জন্য সিলেক্ট হয়েছি । ওটা আর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা একই দিনে, একই সময়ে পড়েছে । দুটোই দুই ফেব্রুয়ারি হওয়ার কথা । আমি তো দুটোই দিতে চাইছি ।"

JEE Main 2020
শ্রীমন্তী দে

By

Published : Jan 18, 2020, 9:32 PM IST

Updated : Jan 19, 2020, 7:42 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : সর্বভারতীয় JEE মেইন 2020-র ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এই প্রথমবার প্রতিটি রাজ্যের টপারের নামের তালিকা প্রকাশ করেছে NTA। সেই অনুযায়ী, JEE মেইন 2020 পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের দ্বাদশ শ্রেণির ছাত্রী শ্রীমন্তী দে। কিন্তু, সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হওয়ার খুশির থেকেও তাঁর কাছে বড় হয়ে উঠেছে একটি টানাপোড়েন । তা হল WBJEE না ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড? কারণ, শ্রীমন্তীর কাছে গুরুত্বপূর্ণ এই দুটি প্রতিযোগিতা তথা পরীক্ষা ৷ কিন্তু দুটি পরীক্ষায় একই দিনে হওয়ার কথা । সব মিলিয়ে বেশ ধন্দেই রয়েছেন বলা যেতে পারে সর্বভারতীয় জয়েন্টে রাজ্যের টপার শ্রীমন্তী ।

7 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত হয়েছিল JEE মেইন জানুয়ারি 2020-র পরীক্ষা । দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভরতির জন্য বছরে দুইবার এই পরীক্ষা নিয়ে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । দেশের IIT-গুলিতে ভর্তির জন্য JEE অ্যাডভান্সড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যেও JEE মেইনে সফল হতে হয় পরীক্ষার্থীদের । প্রকাশিত হয়েছে জানুয়ারিতে হওয়া সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা মেইন 2020-র ফলাফল । মোট আট লাখ 69 হাজার 10 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায় । 100 শতাংশ NTA স্কোর পেয়েছেন এমন নয় জন পরীক্ষার্থীর নাম ছাড়াও এবার রাজ্যভিত্তিক প্রথম স্থানাধিকারীর নামের তালিকাও দিয়েছে NTA। সেই তালিকা অনুযায়ী, সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন শ্রীমন্তী দে । তাঁর NTA স্কোর, 99.9923468।

JEE মেইনে রাজ্যে প্রথম হওয়ার পর শ্রীমন্তীর লক্ষ্য JEE অ্যাডভান্সড । শ্রীমন্তী দে বলেন, "আমার মূল লক্ষ্য IIT বোম্বে । তার জন্য এরপর JEE অ্যাডভান্সড দেব । আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই ।" ছোটো থেকেই প্রতি বছর স্কুলে ভালো ফলাফল করে এসেছেন শ্রীমন্তী । এমনই জানাচ্ছেন শ্রীমন্তীর মা সুস্মিতা দে । JEE মেনের জন্য প্রস্তুতি নিয়ে শ্রীমন্তী জানান, পরীক্ষার দুই বছর আগে থেকে পড়াশোনা শুরু করেছিলেন তিনি । প্রতিদিন ছয় ঘণ্টা করে পড়তেন । তিনি বলেন, "স্কুল খুব সাপোর্ট দিয়েছে । লোকাল কোচিং ইন্সটিটিউটেও পড়তাম । স্কুল, মা, বাবার জন্যই এটা সম্ভব হয়েছে । মা সবসময় সঙ্গে ছিলেন ।" পড়াশোনার চাপ না থাকলে গল্পের বই পড়তে খুব ভালোবাসেন শ্রীমন্তী । গল্পের বই তাঁর স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে বলে জানান ।

JEE মেন 2020-র প্রতিটি রাজ্যের টপারের নামের তালিকা প্রকাশ করেছে NTA

সামনেই রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা (WBJEE) ও একই দিনে ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় লেভেল । দুটি পরীক্ষা তথা প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে চান শ্রীমন্তী । কিন্তু, হয়ত যে কোনও একটিকেই শেষ পর্যন্ত বেছে নিতে হবে তাঁকে । একই দিনে রাজ্য জয়েন্ট ও ফিজিক্স অলিম্পিয়াড পরীক্ষার প্রসঙ্গে শ্রীমন্তী বলেন, "আমি ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় লেভেলের জন্য সিলেক্ট হয়েছি । ওটা আর রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা একই দিনে, একই সময়ে পড়েছে । দুটোই দুই ফেব্রুয়ারি হওয়ার কথা । আমি তো দুটোই দিতে চাইছি । আমি এত কষ্ট করে কোয়ালিফাই করলাম অলিম্পিয়াড, দেব না দ্বিতীয় রাউন্ডটা? আমার আগের রাউন্ডটা ভালো হয়েছিল । আমার ইচ্ছা ফিজিক্স অলিম্পিয়াডটা দেওয়ার । তবে, WBJEE-টা দিলে আমি অনেক স্ট্রেস ফ্রি থাকতাম । কোনওভাবে যদি দিনটা পরিবর্তন করা যেত WBJEE-র তাহলে খুব ভালো হত ।"

Last Updated : Jan 19, 2020, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details