পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Speculation on Sourav-Dona : রাজ্যসভায় যাচ্ছেন সৌরভ-ডোনা ? জল্পনা জোরাল রাজ্য-রাজনীতিতে - Speculation rises that Dona Ganguly and Sourav Ganguly may join Rajya Sabha

শাহি নৈশভোজ কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে নাকি ওইদিন রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভার সদস্য হওয়ার অনুরোধ গিয়েছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ অর্থাৎ, রাজ্যসভার সাংসদ হতে পারেন সৌরভ-ডোনা (Speculation rises that Dona Ganguly and Sourav Ganguly may join Rajya Sabha) ৷

Speculation on Sourav-Dona
রাজ্যসভায় যাচ্ছেন সৌরভ-ডোনা ? জল্পনা জোরাল রাজ্য-রাজনীতিতে

By

Published : May 9, 2022, 5:03 PM IST

Updated : May 9, 2022, 8:32 PM IST

কলকাতা, 9 মে : তবে কি সত্যিই এবার রাজনীতির ময়দানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ? গত শুক্রবার বেহালায় প্রাক্তন ভারত অধিনায়কের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নৈশভোজের ঘটনা জল্পনা বাড়িয়েছিল রাজ্য রাজনীতিতে ৷ যদিও সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট ৷ পরদিন বেসরকারি এক হাসপাতাল উদ্বোধনে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের সঙ্গে একই মঞ্চে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে তাঁর সখ্যতার কথা তুলে ধরেছিলেন ৷ আর তাতে মহারাজের বিজেপিতে যোগদানের জল্পনা কিছুটা স্তিমিত হয়েছিল ৷ তবে কয়েকঘণ্টা পেরোতেই সামনে আসছে নতুন জল্পনা ৷ শাহি নৈশভোজ কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে নাকি ওইদিন রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভার সদস্য হওয়ার অনুরোধ গিয়েছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ অর্থাৎ, রাজ্যসভার সাংসদ হতে পারেন সৌরভ-ডোনা (Speculation rises that Dona Ganguly and Sourav Ganguly may join Rajya Sabha) ৷

  • ঠিক কী কারণে এই প্রস্তাব ?

রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে এতদিন বাংলার প্রতিনিধি ছিলেন স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে দু'জনের ৷ পরিবর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবছে কেন্দ্র ৷ নিতান্ত সৌরভকে না-পাওয়া গেলে ডোনাকে সংসদের উচ্চকক্ষে পাঠাতে মরিয়া কেন্দ্র ৷ খবর তেমনটাই ৷ সংবিধানের 80 নম্বর ধারা মেনে রাষ্ট্রপতিকে এই নাম সুপারিশ করতে পারে কেন্দ্র ৷

এর আগে রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভার সাংসদ পদ অলংকৃত করেছিলেন সচিন তেন্ডুলকর ৷ 'ছোটবাবু'র পদাঙ্ক অনুসরণ করে কী তবে এবার রাজ্যসভার সাংসদ 'দাদি'-ও ৷ জোরাল হচ্ছে জল্পনা ৷ যদিও শাহের অনুরোধের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেননি সৌরভ-ডোনা ৷ এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এটা দলের আভ্যন্তরীণ বিষয়। সংবাদমাধ্যমে এ বিষয়ে বলা উচিত নয় ৷ বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে ৷ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ তবে সৌরভের মত দক্ষ প্রশাসক বাংলার হয়ে রাজ্যসভায় গেলে বাংলার মানুষেরই প্রকৃত উপকার হবে ৷"

এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্র থেকে কয়েকজনকে এভাবে নির্বাচিত করে থাকেন ৷ আগেও বহু গুণী মানুষদের বেছে নেওয়া হয়েছে ৷ তাই বাংলা থেকে কাউকে চয়ন করা হলে ভালই হবে ৷"

আরও পড়ুন : Dona on Sourav : শাহী-নৈশভোজের পরদিনই সৌরভের রাজনীতিতে পা-দেওয়া নিয়ে জল্পনা উসকে দিলেন ডোনা

Last Updated : May 9, 2022, 8:32 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details