কলকাতা, 9 মে : তবে কি সত্যিই এবার রাজনীতির ময়দানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ? গত শুক্রবার বেহালায় প্রাক্তন ভারত অধিনায়কের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নৈশভোজের ঘটনা জল্পনা বাড়িয়েছিল রাজ্য রাজনীতিতে ৷ যদিও সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট ৷ পরদিন বেসরকারি এক হাসপাতাল উদ্বোধনে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের সঙ্গে একই মঞ্চে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে তাঁর সখ্যতার কথা তুলে ধরেছিলেন ৷ আর তাতে মহারাজের বিজেপিতে যোগদানের জল্পনা কিছুটা স্তিমিত হয়েছিল ৷ তবে কয়েকঘণ্টা পেরোতেই সামনে আসছে নতুন জল্পনা ৷ শাহি নৈশভোজ কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে নাকি ওইদিন রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভার সদস্য হওয়ার অনুরোধ গিয়েছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ৷ অর্থাৎ, রাজ্যসভার সাংসদ হতে পারেন সৌরভ-ডোনা (Speculation rises that Dona Ganguly and Sourav Ganguly may join Rajya Sabha) ৷
- ঠিক কী কারণে এই প্রস্তাব ?
রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে এতদিন বাংলার প্রতিনিধি ছিলেন স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে দু'জনের ৷ পরিবর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়কে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবছে কেন্দ্র ৷ নিতান্ত সৌরভকে না-পাওয়া গেলে ডোনাকে সংসদের উচ্চকক্ষে পাঠাতে মরিয়া কেন্দ্র ৷ খবর তেমনটাই ৷ সংবিধানের 80 নম্বর ধারা মেনে রাষ্ট্রপতিকে এই নাম সুপারিশ করতে পারে কেন্দ্র ৷