পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Arpita Mukherjee: অর্পিতার সর্বশেষ ফেসবুক পোস্ট কি ইচ্ছাকৃত, নাকি কাকতালীয় !

এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) । তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে অভিযোগ । চর্চা শুরু হয়েছে তাঁর সর্বশেষ ফেসবুক পোস্ট ঘিরে ।

অর্পিতা মুখোপাধ্যায়
অর্পিতা মুখোপাধ্যায়

By

Published : Jul 23, 2022, 10:49 PM IST

কলকাতা, 23 জুলাই: অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। গত 24 ঘণ্টায় আম বাঙালির কাছে সবচেয়ে চর্চিত নাম । কিন্তু শুক্রবার সন্ধ্যায় 'খ্যাত' হওয়ার কয়েকঘণ্টা আগে করা তাঁর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে । হতে পারে সেটা কাকতালীয় ! তবে সময়ের ফেরে তা হয়ে উঠেছে ট্রোলিংয়ের হাতিয়ার ।

কী ছিল সেই পোস্টে ?

অর্পিতা মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলে দেখা যাচ্ছে যে তাঁর সর্বশেষ পোস্টে রয়েছে যুবক ধর্মেন্দ্রর দু'টি ছবি । সঙ্গে লেখা ধর্মেন্দ্রর অভিনেতা হিসেবে প্রথম উপার্জনের কথা। যা নাকি ছিল 51 টাকা ! যা উল্লেখ করে অর্পিতা লিখেছেন, "ভাবা যায় ! তাই না ?"

অর্পিতা একজন অভিনেত্রী । অভিনেতা-অভিনেত্রীদের সাফল্যের সরণিতে পৌঁছানোর আগে স্ট্রাগলের 'বন্ধুর পথ' পার হতে হয় । ধর্মেন্দ্রের উদাহরণ দিয়ে অর্পিতা কি নিজের সংগ্রামের কথা বোঝাতে চেয়েছিলেন ? নাকি ঝড়ের পূর্বাভাস পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বোঝাতে চেয়েছিলেন, তিনি নির্দোষ !

শুক্রবার দুপুরের দিকে এই পোস্টটি করেন অর্পিতা । ততক্ষণে সংবাদমাধ্যমের দৌলতে সবাই জেনে গিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee Arrested) বাড়িতে ইডি হানা দিয়েছে । সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রীকে জেরা চলছে । কয়েক ঘণ্টার মধ্যে অর্পিতার কাছেও হাজির হন ইডির (ED) তদন্তকারীরা । যার ফলস্বরূপ তাঁর বাড়ি থেকে প্রায় 21 কোটি টাকা, 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রা, 79 লক্ষ টাকার গয়না উদ্ধার হয় (ইডি সূত্রে তেমনই দাবি) ।

অর্পিতা মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

আরও পড়ুন :গ্রেফতার অর্পিতা, ইডি'র নজরে মোনালিসা ! পার্থ 'ঘনিষ্ঠ'দের নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি

প্রশ্ন উঠছে, যাঁর ওঠাবসা প্রভাবশালীদের সঙ্গে, যাঁর নামে এত সম্পত্তি, যাঁর বেডরুমের ওয়ার্ডরোবে কোটি কোটি টাকা মিলল, তিনি কেন স্ট্রাগল নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ? উত্তর আপাতত অধরা । প্রায় 24 ঘন্টা ধরে টাকা ও অন্য সামগ্রী হিসেব করার পর ইডি তাঁকে গ্রেফতার করেছে । আগামিকাল তাঁকে নিশ্চয় আদালতে পেশ করা হবে । তখন কি তিনি কিছু জানাবেন, নাকি উত্তর পেতে আরও অপেক্ষা করতে হবে !

ABOUT THE AUTHOR

...view details