কলকাতা, 11 অগস্ট: বাংলায় বিজেপির পরবর্তী কেন্দ্রীয় পর্যবেক্ষক কে ? কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) জায়গায় দায়িত্বে কি নতূন মুখ? তীব্র জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে ।
রাজ্যের দায়িত্বে বিজেপির দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন (Arvind Menon) ও অমিত মালব্য (Amit Malaviya) ? না-কি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ (Tarun Chugh)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কাকে বাংলার দায়িত্বে নিয়ে আসে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । বিজেপির সূত্রে খবর, বিধানসভা নির্বাচণের পর এই রাজ্যে ঢুকতেই পারছে না বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কারণ বিজেপির কর্মীদের একাংশের তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে বিজেপি অফিসে পোস্টারও দেখা গিয়েছিল। তাছাড়া বিধানসভা নির্বাচনের পর রাজ্যের দুই সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন ও অমিত মালব্য রাজ্যে সংগঠনের কাজ করলেও কৈলাস বিজয়বর্গীয়কে দেখা যায়নি। অন্যদিকে, বিধানসভা নির্বাচণের পর অমিত শাহের দূত হিসাবে বিজেপির একাধিক সাংগঠনিক কাজে তরুণ চুঘকে দেখা গিয়েছে ।