কলকাতা, 15 ফেব্রুয়ারি: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আগামী 16 ফেব্রুয়ারি থেকে কলকাতা ইডেন গার্ডেন্সে যে তিনটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য চলবে বিশেষ ট্রেন (Special Train For Match) চালু করল পূর্ব রেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে রোহিত শর্মার ভারচ। তাই ক্রিকেটপ্রেমী ও বাকি যারা এই খেলার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের কথা মাথায় রেখেই তিনদিন চালানো হবে বেশি লোকাল ট্রেন। আজ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
16,18 এবং 20 ফেব্রুয়ারি এই তিনদিন ইডেনে খেলা শুরু হবে সন্ধা 7টা থেকে। খেলা শেষ হবে প্রায় রাত 11.30 মিনিটে। তবে, করোনাকালে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি না-থাকলেও এই খেলার সঙ্গে যুক্ত অন্যান্যরা যাতে বাড়ি ফিরতে সমস্যায় না-পড়েন সেইজন্যই এই ব্যবস্থা। এমনটাই জানানো হয়েছে পূর্বরেল কর্তৃপক্ষের তরফে।