পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teachers Day: শিক্ষক দিবসের অনুষ্ঠানে বন্দিদের গলায় আবৃত্তি-গান, অন্য ছবি প্রেসিডেন্সি সংশোধনাগারে - শিক্ষক দিবস

শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারেও (Presidency Correctional Home) অনুষ্ঠান হল ৷ সেখানে বন্দিদের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষকরা ৷ সেই অনুষ্ঠান ঘিরে তৈরি এক অন্য ছবি ৷

special-teachers-day-programme-in-presidency-correctional-home
Teachers Day: শিক্ষক দিবসের অনুষ্ঠানে বন্দিদের গলায় আবৃত্তি-গান, অন্য ছবি প্রেসিডেন্সি সংশোধনাগারে

By

Published : Sep 5, 2022, 5:35 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : শিক্ষার কোনও শেষ নেই এবং শিক্ষার কোনও বয়স নেই । তাই তো রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সংশোধনাগারে বন্দিদশা কাটানোর মাঝেই ধীরে ধীরে শিক্ষার আলোয় নিজেকে নিয়ে এসে জীবনের মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন তাঁরা ।

কিন্তু তাঁদের বলতে এখানে প্রকৃত অর্থে কাদের বোঝানো হচ্ছে ? এখানে তাঁদের বলতে বোঝানো হচ্ছে, বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) প্রায় সাড়ে 500 জন বন্দি । অতীতে বিভিন্ন কারণেই তাঁরা সমাজের চোখে অপরাধ জগতের (Under World) লোক বলে চিহ্নিত হয়ে গিয়েছিলেন । এঁদের মধ্যে থেকেই একাধিক জন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও লিপ্ত হয়ে পড়েন । ফলে তাদের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার ।

ওই সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এই সাড়ে পাঁচশো জন বন্দির মধ্যে অধিকাংশই লেখাপড়া তো দূরের কথা, ঠিক করে কলম পর্যন্ত ধরতে পারতেন না । নিজের নাম লেখার ক্ষমতাও ছিল না তাঁদের । কিন্তু বন্দিদশাতেই তাঁরা শিখছেন ৷ তাই শিক্ষক দিবসে (Teachers Day) এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷

এদিন অনুষ্ঠানে আবৃত্তি থেকে গান, সবকিছুই ছিল ৷ বন্দিদের অংশগ্রহণ দেখে আপ্লুত শিক্ষকরাও ৷ এমনকি অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য বন্দিদের মরিয়া প্রচেষ্টা দেখে আবেগতাড়িত স্বয়ং ওই সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ৷

শিক্ষক দিবসে তিনি ইটিভি ভারতকে বললেন, "আমার মনে হয় না পশ্চিমবঙ্গে আর কোনও সংশোধনাগারে এই ভাবে শিক্ষক দিবস পালন হয় । সরকারের প্রচেষ্টায় একেবারে অ-আ-ক-খ থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানোর বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ আর এই শিক্ষার আলোতেই আলোকিত হচ্ছে হাজার হাজার বন্দি ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘আজকের দিনে সত্যিই নামটা যেন সার্থক । জেল নয়, সংশোধনাগার । এর কারণ এই জায়গায় মানুষ নিজেকে সংশোধন করে জীবনের মূলস্রোতে ফিরে আসতে পারেন ৷ তাই জন্যই নাম সংশোধনাগার ৷’’

আরও পড়ুন :প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তায় বড়সড় পরিবর্তন

ABOUT THE AUTHOR

...view details