কলকাতা, 28 এপ্রিল : রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদী সমস্যা । প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় চিহ্নিতকরণ করে একাধিক রাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্যে পোস্টার পড়ছে । এই মাওবাদী সমস্যাকে গোড়া থেকেই মোকাবিলা করতে এবার তৎপর হচ্ছে রাজ্য পুলিশ (Special task force jawans of state police being prepared to deal with Maoists)।
ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে উচ্চপদস্থ পুলিশকর্তাদের একটি বৈঠক হয়েছে । মূলত রাজ্যের মাওবাদী সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে চলেছে এসটিএফের জওয়ানরা ।
আবার জঙ্গলমহলে মাওবাদী সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্যে । যার জন্য কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের । যাতে মাওবাদী সমস্যা রাজ্য সরকারের বাহিনী দিয়েই মেটানো সম্ভব হয় তার জন্য প্রস্তুত হচ্ছে ভবানী ভবন । জানা গিয়েছে, জঙ্গলে দিনের পর দিন কীভাবে দিন কাটাতে হয়, কীভাবে গাছের উপর থেকে শত্রুপক্ষের ওপর নজর রাখতে হয়, তাছাড়াও বিনা হাতিয়ারে কীভাবে শত্রুপক্ষকে একেবারে ধুলিস্যাৎ করে দেওয়া যায়, তাতে সিদ্ধহস্ত প্যারা মিলিটারি ফোর্স ৷ আর সেই প্যারা মিলিটারি ফোর্সের কায়দায় এবার গড়ে তোলা হচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রতিটি জওয়ানকে ।