কলকাতা, 2 ফেব্রুয়ারি : "কষ্টের টাকা যাবে না জলে, অল্প একটু সচেতন হলে।" জামতাড়া গ্যাংয়ের প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই কথাই বোঝাচ্ছে কলকাতা পুলিশ৷ কারণ, জামতাড়া গ্যাং-এর চাপে পড়ে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ এসে পড়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিল্ডিংয়ে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের ডিসিডিডি (স্পেশাল) দেবস্মিতা দাস বলেন, "জামতাড়া গ্যাং-এর সম্বন্ধে আমরা যেমন যেমন তথ্য পাচ্ছি, ঠিক সেইভাবেই আমরা নিজেদের আপডেট রাখছি। শুধু আমাদের সচেতন হলেই চলবে না৷ সাধারণ মানুষকে সচেতন হতে হবে৷"
তাই এবার জামতাড়া গ্যাং-কে রুখতে কলকাতা পুলিশের নয়া হাতিয়ার ‘রক্ষাকবচ’। কিন্তু এই রক্ষাকবচ আদতে কী, তা কীভাবে মানুষকে সচেতন করবে? এই নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে ডিসিডিডি (স্পেশাল) দেবস্মিতা দাস জানান, আদতে ‘রক্ষাকবচ’ হল একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শহরের প্রতিটি স্কুল-কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কলকাতা পুলিশ কাজ করবে। সেখানে তারা বার্তা দেবে, কখনওই গ্রাহকের কোনওরকম তথ্য টেলিফোনের মাধ্যমে সংগ্রহ করে না ব্যাংক৷ এমন ফোন এলে সাধারণ মানুষ কী করবেন, তাও এখানে বলা হয়েছে। লালবাজার গোয়েন্দারা জানাচ্ছেন, কলকাতা পুলিশের তরফ থেকে যাতে ব্যাংক জালিয়াতি রোখা যায় তার জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর করা হয়েছে৷ নম্বরটি হল 8585063104.