কলকাতা, 27 এপ্রিল : গ্রীষ্মের দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ ৷ আর এই অস্বস্তিতে মানুষের সঙ্গে প্রাণ ওষ্ঠাগত হবার যোগার কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়ার পুলিশের অবলা জীবগুলির ৷ এই পরিস্থিতিতে লালবাজারের চিন্তা 24 ও 25 মে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা আইপিএল’র নকআউট পর্বের দু’টি ম্যাচ ৷ সেই সময় তীব্র গরমে কীভাবে কাজ করবে কলকাতা পুলিশের কুকুর ও ঘোড়াগুলি ? সেই সময়ের কথা মাথায় রেখেই এবার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷
এপ্রিল মাসের শেষেই তীব্র দাবদাহ ৷ মে মাসে তা আরও বাড়তে পারে ৷ এই তীব্র গরমে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ সেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়াররা ৷ খেলার দিন সকাল থেকে খেলা শেষ না-হওয়া পর্যন্ত মাঠের বাইরের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ঘোড়সওয়ার পুলিশ (Mounted Police) ৷ আর প্রতিটি প্রবেশদ্বার ও মাঠের বাইরে সর্বত্র বিশেষ চেকিংয়ের দায়িত্বে থাকে ডগ স্কোয়াড (Dog Squad) ৷ তীব্র গরমে দীর্ঘ সময় নিরাপত্তার দায়িত্ব সামলাতে গিয়ে ঘোড়া ও কুকুরগুলির অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেই সময়ের কথা মাথায় রেখে, বিশেষ যত্ন নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ঘোড়া এবং সারমেয়গুলির ৷
আরও পড়ুন : West Bengal Weather Update : গরমকে সঙ্গে নিয়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা সুদূরপ্রসারী
কলকাতার এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনের সেন্ট্রাল ডিভিশনের অফিস। তার ভিতরে রয়েছে কলকাতা পুলিশের মাউন্টেড অর্থাৎ, ঘোড়সওয়ার পুলিশের আস্তাবল ৷ অত্যধিক গরমের জন্য শীততাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চলছে আস্তাবলেটি ৷ সেই আস্তাবলে রয়েছে মোট 42টি ঘোড়া ৷ এছাড়াও আলিপুর বডি লাইনে রয়েছে 27টি ঘোড়া ৷ তাদের সুস্থ রাখতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ৷ সময়ে সময়ে মেপে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ জল এবং ওআরএস ৷ দু’বেলা নিয়ম করে স্নান করানো হচ্ছে ঘোড়াগুলিকে ৷ পাশাপাশি ঘোড়াগুলির খাদ্যাভ্যাসেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷