পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Special Care for Dogs and Horses of KP : গরমে ইডেনে আইপিএল’র আগে বিশেষ যত্ন মাউন্টেড পুলিশে ও ডগ স্কোয়াডের - আইপিএল

তীব্র গরমে নাজেহাল কলকাতা মাউন্টেড পুলিশের ঘোড়া ও কুকুরগুলি ৷ তার মধ্যে আগামী মে মাসে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ যেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে ঘোড়সওয়ার পুলিশ এবং ডগ স্কোয়াড ৷ তাই এখন থেকেই তাদের খাদ্যাভ্যাসে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷

Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens
Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens

By

Published : Apr 27, 2022, 10:45 PM IST

কলকাতা, 27 এপ্রিল : গ্রীষ্মের দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ ৷ আর এই অস্বস্তিতে মানুষের সঙ্গে প্রাণ ওষ্ঠাগত হবার যোগার কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়ার পুলিশের অবলা জীবগুলির ৷ এই পরিস্থিতিতে লালবাজারের চিন্তা 24 ও 25 মে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা আইপিএল’র নকআউট পর্বের দু’টি ম্যাচ ৷ সেই সময় তীব্র গরমে কীভাবে কাজ করবে কলকাতা পুলিশের কুকুর ও ঘোড়াগুলি ? সেই সময়ের কথা মাথায় রেখেই এবার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাদের (Special Care for Dogs and Horses of KP Before IPL Match in Eden Gardens) ৷

এপ্রিল মাসের শেষেই তীব্র দাবদাহ ৷ মে মাসে তা আরও বাড়তে পারে ৷ এই তীব্র গরমে ইডেনে পরপর দু’দিন আইপিএল এর ম্যাচ ৷ সেখানে নিরাপত্তার বিশেষ দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড এবং ঘোড়সওয়াররা ৷ খেলার দিন সকাল থেকে খেলা শেষ না-হওয়া পর্যন্ত মাঠের বাইরের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ঘোড়সওয়ার পুলিশ (Mounted Police) ৷ আর প্রতিটি প্রবেশদ্বার ও মাঠের বাইরে সর্বত্র বিশেষ চেকিংয়ের দায়িত্বে থাকে ডগ স্কোয়াড (Dog Squad) ৷ তীব্র গরমে দীর্ঘ সময় নিরাপত্তার দায়িত্ব সামলাতে গিয়ে ঘোড়া ও কুকুরগুলির অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই সেই সময়ের কথা মাথায় রেখে, বিশেষ যত্ন নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের ঘোড়া এবং সারমেয়গুলির ৷

আরও পড়ুন : West Bengal Weather Update : গরমকে সঙ্গে নিয়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষা সুদূরপ্রসারী

কলকাতার এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনের সেন্ট্রাল ডিভিশনের অফিস। তার ভিতরে রয়েছে কলকাতা পুলিশের মাউন্টেড অর্থাৎ, ঘোড়সওয়ার পুলিশের আস্তাবল ৷ অত্যধিক গরমের জন্য শীততাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চলছে আস্তাবলেটি ৷ সেই আস্তাবলে রয়েছে মোট 42টি ঘোড়া ৷ এছাড়াও আলিপুর বডি লাইনে রয়েছে 27টি ঘোড়া ৷ তাদের সুস্থ রাখতে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার ৷ সময়ে সময়ে মেপে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ জল এবং ওআরএস ৷ দু’বেলা নিয়ম করে স্নান করানো হচ্ছে ঘোড়াগুলিকে ৷ পাশাপাশি ঘোড়াগুলির খাদ্যাভ্যাসেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন : KMC on Drinking Water Supply : প্রচণ্ড গরমে জলের চাহিদা মেটাতে পাড়ায় পাড়ায় পৌরনিগমের গাড়ি

তাই ডায়েটে দু’বেলা রাখা হয়েছে ঘাস ৷ এতে ঘোড়ার খাবার হজম করতে সুবিধা হবে ৷ পাশাপাশি মেপে খাওয়ানো হচ্ছে ছোলা ৷ পাশাপাশি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের সারমেয়গুলিকে খাওয়ানো হচ্ছে টক দই ৷ সেই সঙ্গে বেশি করে জল খাওয়া হচ্ছে ৷ আর রাতে দেওয়া হচ্ছে মাংস ৷ নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৷ বয়সের তুলনায় ওজন বেশি বাড়লে খাদ্যাভ্যাস বদলানো হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর ৷

তীব্র এই গরম সিএবি’র কাছেও মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এই গরমের মধ্যেই চলছে স্থানীয় ক্লাব ক্রিকেট ৷ তারই মধ্যে আগামী 24 ও 25 মে ইডেনে আইপিএল ৷ এই গরমে স্থানীয় ম্যাচের পাশাপাশি আইপিএল এর প্লে-অফ আয়োজন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে সেই মতো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে সিএবি ৷ কীভাবে ম্যাচ আয়োজন করা হবে ? গরমে কী কী বিশেষ ব্যবস্থা রাখা হবে মাঠে ? সেই সব নিয়ে সিএবি কর্তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ৷ এর পর বাকিটা আইপিএল কাউন্সিল এবং বোর্ডের নির্দেশের উপর নির্ভর করছে ৷

এ নিয়ে সিএবি’র যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘‘এই গরমে ক্রিকেটারদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি ৷ পরিস্থিতির দিকে নজর রাখছি ৷ ইতিমধ্যে, লেবুজল, এনার্জি ড্রিঙ্ক ও বরফের যোগান দ্বিগুণ করেছি ৷ এ বার প্রসঙ্গ আইপিএল ৷ সাধারণত কেকেআর আয়োজক হিসেবে থাকে ৷ দু’বছর পরে এ বার দু’টো প্লে-অফ ম্যাচ হবে ৷ বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ তাদের নির্দেশ মত যাবতীয় কিছুর আয়োজন থাকবে ৷ তাছাড়া এখনও একমাসের কাছাকাছি সময় হাতে রয়েছে ৷ আশা করি আবহাওয়ার পরিবর্তন হবে ৷ গরম কমবে ৷ আমরা সতর্ক বলতে পারি ৷ তাছাড়া, ঘোড়সওয়ারের বিষয়টি পুলিশের ব্যাপার ৷ যদি কোনও সহায়তা চায় করা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details