কলকাতা, 1 সেপ্টেম্বর: আজ থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেইন (JEE) ও ন্যাশনাল এলিজ়িবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET)। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত ।
জেলাগুলিতে স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং বাসগুলি নির্ধারিত বাস ডিপোগুলি থেকে মঙ্গলবার ভোর 5 টা থেকে চলতে শুরু করেছে । বহরমপুর, মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি ও দুর্গাপুর-আসানসোল থেকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) বাসগুলি ভোর থেকে চলাচল শুরু করেছে । সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) বাসগুলি আসানসোল, দুর্গাপুর, বর্ধমান ও হুগলিতে যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে লিঙ্ক পরিষেবা দিচ্ছে ।