কলকাতা, 6 সেপ্টেম্বর : বিধানসভার (West Bengal Legislative Assembly) কাজে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagadeep Dhankhar) হস্তক্ষেপ করছেন বলে ফের অভিযোগ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) । কিছুদিন আগেই লোকসভার (Loksabha) অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) রাজ্যপালের ভূমিকা নিয়ে নালিশ জানিয়েছিলেন তিনি । এবার সরাসরি রাজ্যপাল ধনকরকেই চিঠি লিখলেন এই নিয়ে ৷
আরও পড়ুন :Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের
জানা গিয়েছে, আগেরবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভার কাজে হস্তক্ষেপের অধিকার রাজ্যের সাংবিধানিক প্রধানের নেই । অথচ তারপরও একাধিক বিষয়ে হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে (West Bengal Governor) । যার সাম্প্রতিকতম উদাহরণ হল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) নিয়ে রাজ্যপালের পাঠানো চিঠি ৷ বিমান বন্দ্যোপাধ্যায় এই চিঠির পালটা উত্তর দিয়েছেন ধনকরকে ৷
সোমবার বিমানবাবু বলেন, ‘‘এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে আমি চিঠির জবাব দিয়েছি । জানিয়েছি, আপনি বিধানসভার কাজে হস্তক্ষেপ করতে পারেন না । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের বিষয়টি সম্পূর্ণভাবে অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত একটি বিষয় । এতে হস্তক্ষেপ করে তিনি বিধানসভার গরিমাকেই নষ্ট করছেন ।’’
আরও পড়ুন :uvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের
এর পরেই একরাশ বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘‘বারবার বলা সত্ত্বেও কেন রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন বুঝতে পারছি না । তবে আশা করছি তিনি বিষয়টি বুঝতে পারবেন, আগামিদিনে বিধানসভার কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না ।’’