কলকাতা, 27 ফেব্রুয়ারি: ভালো আছেন রাজ্য়ের বিদ্য়ুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী রবিবারই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হবে ৷ তবে, হাসপাতাল থেকে ফেরার পরও সাতদিন বাড়িতে আইসোলেশনে থাকতে হবে মন্ত্রীকে ৷
গত 18 ফেব্রুয়ারি শোভনদেবের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁর বয়স 77 বছর ৷ বয়সের কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা ৷ যদিও প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল শোভনদেবের ৷ কিন্তু জ্বর না কমায় 23 ফেব্রুয়ারি দুপুরে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই সময় খুব দুর্বলও ছিলেন মন্ত্রী ৷ হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ শোভনদেবের হাইপারটেনশনের সমস্যা রয়েছে ৷ তাই করোনা আক্রান্ত হতেই তাঁকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন চিকিৎসকরা ৷ তবে এখন তিনি ভালো আছেন ৷