কলকাতা, 29 অগাস্ট : এবারে শোভন চট্টোপাধ্যায়কে নিঃশর্তে দলে ফেরানোর বার্তা দিল তৃণমূল । সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফে একাধিক ফোন যায় শোভনবাবুর কাছে । তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়ে সরাসরি জানতে চান তাঁরা । তবে এটাও জানিয়ে দেওয়া হয়, যদি তিনি তৃণমূলে যোগ দেন তাহলে কোনও প্রকার শর্ত মানা হবে না ।
শোভন চট্টোপাধ্যায় আদৌ BJP-তে সক্রিয় হবেন না কি তৃণমূলে ফিরবেন, তা পরিষ্কার নয় শাসক দলের নেতাদের কাছে । কার্যত তাঁকে ঘিরে চলছে দড়ি টানাটানির খেলা । এর নিষ্পত্তি চাইছে তৃণমূল কংগ্রেস । কিছুদিন আগেই তৃণমূলের একাংশ দাবি করেছিল, কিছু শর্তে তিনি দলে ফিরবেন । সেইমতো শুরু হয়েছিল কাজ । কলকাতার 131 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে । কিন্তু BJP নেতৃত্বের সঙ্গে শোভনের বৈঠকের পর বদলে ছিল প্রেক্ষাপট । সিদ্ধান্ত বদলে ছিলেন তিনি । তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের পর আবারও শোভন চট্টোপাধ্যায়কে দলে নেওয়ার বিষয়টি সামনে এসেছে । ফোন গেছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ।
আরও পড়ুন :দায়িত্ব থেকে অব্যাহতি রত্নাকে, শাসকদলে শোভনের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা