পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অবশেষে বিজেপিতে পদ পেলেন শোভন-বৈশাখী

শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জ়োনের পর্যবেক্ষক করা হল। একই সঙ্গে পদ দেওয়া হল বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বিজেপির কলকাতা জোনের সহ-আহ্বায়ক হয়েছেন। কলকাতা জ়োনের আহ্বায়ক করা হয়েছে যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে।

sovon-chatterjee-and-baisakhi-banerjee-gest-new-designation-in-bjp
অবশেষে বিজেপিতে পদ পেলেন শোভন-বৈশাখী

By

Published : Dec 27, 2020, 6:36 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: অবশেষে বিজেপিতে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায় । বছর খানেক আগে বিজেপিতে দেওয়া এই নেতাকে কলকাতা জ়োনের পর্যবেক্ষক করা হল। একই সঙ্গে পদ দেওয়া হল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। তাঁকে বিজেপির কলকাতা জ়োনের সহ-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ।

কলকাতা জ়োনের আহ্বায়ক করা হয়েছে যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিৎ সরকারকে। এই জ়োনে আর একজন সহ-আহ্বায়ক হলেন শঙ্কুদেব পণ্ডা । আর রাঢ়বঙ্গ জ়োনের সহ পর্যবেক্ষক করা হয়েছে নির্মল কর্মকারকে। আজ এক বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে বিজেপি।

তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরির পর শোভন চট্টোপাধ্যায় প্রথমে কলকাতার মেয়র পদ ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন । তারপর লোকসভা নির্বাচনের আগে তিনি যোগদান করেন বিজেপিতে।

কিন্তু তার পরও তাঁকে সেভাবে দলের কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। শোভন ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, বৈশাখি বন্দ্য়োপাধ্যায়কে বিজেপির একাংশ যোগ্য সম্মান দিচ্ছিলেন না। সেই কারণে তিনিও সক্রিয় হননি। তবে এর মধ্যে অমিত শাহর সঙ্গে দেখা করেন শোভন। তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপির কয়েকজন নেতা।

আরও পড়ুন:বাড়িতে বিদেশি বউ, মুখে বহিরাগত !

এই পথেই বরফ গলল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । এর ফলে নির্বাচনের আগে বিজেপির লাভ হবে বলেও অনেকের মত। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, শোভন চট্টোপাধ্যায় যেহেতু দীর্ঘদিনের রাজনীতিক। তাঁর সাংগঠনিক দক্ষতাও রয়েছে। তিনি কলকাতার মেয়র ছিলেন। ফলে কলকাতাকেও তিনি ভালোভাবে চেনেন।

ABOUT THE AUTHOR

...view details