কলকাতা, 23 জুন : ঘাসফুলে শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) ফেরাতে উদ্যোগী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । গতকাল শোভন-বৈশাখী দুজন মিলেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেছেন । সেই বৈঠক শেষে শোভন জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া রাজনৈতিক পথেই আগামিদিনে চলবেন তাঁর প্রিয় কানন ।
তৃণমূল সূত্রের খবর, ঘাসফুলে ফিরলেও হয়তো আর বেহালার জনপ্রতিনিধি হিসাবে ফেরা হচ্ছে না তাঁর । যতদূর জানা যাচ্ছে, সেখানে তৃণমূলের আস্থার পাত্র থাকছেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায় । কিন্তু শোভনকেও বিধানসভায় ফিরিয়ে আনতে পারে তৃণমূল । সেক্ষেত্রে আগামিদিনে তাঁর কাজ করার ক্ষেত্র হবে উত্তর কলকাতার মানিকতলা ।
রাজনৈতিক মহলের মতে, যেহেতু শোভন কলকাতার প্রাক্তন মেয়র । সেই হিসেবে মানিকতলায় তাঁর জনপ্রিয়তা থাকাটাই স্বাভাবিক ৷ সেই কারণে বেহালার বদলে মানিকতলা থেকে শোভনকে রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ দিতে পারে তৃণমূল ৷
প্রসঙ্গত, মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক হিসেবে সাধন পান্ডের মৃত্যুর পর এখনও পর্যন্ত এই আসনটি ফাঁকাই রয়েছে । সেই আসনে শোভনকে এনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারেন তৃণমূল সুপ্রিমো । তবে এখনও পর্যন্ত যা খবর, তৃণমূলে ফেরার পর শোভন এবং রত্নার মধ্যে দ্বৈরথ চাইছেন না নেত্রী । দূরত্ব বজায় রাখতেই দক্ষিণে রত্না, উত্তরে শোভন চট্টোপাধ্যায়কে আসন ছেড়ে দেওয়া হতে পারে ।