কলকাতা, 18 জুন: এবার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নন, তাঁকে খুনের পরিকল্পনা করছেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) । মাঝখান থেকে বৈশাখীকে বলির পাঁঠা করা হচ্ছে । এই পরিস্থিতিতে প্রিয়জন বৈশাখী এবং তাঁর কন্যার নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ৷
রত্না চট্টোপাধ্যায় হুমকি দিচ্ছেন বলে কলকাতা পুলিশের নগরপালকে গত কালই চিঠি দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । অভিযোগ ছিল, একাধিকবার তাঁকে হুমকি দিয়েছেন রত্না । পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি । ফলে এবার সরাসরি কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি দিচ্ছেন তিনি । ওই চিঠিতে বৈশাখী লেখেন, রত্না চট্টোপাধ্যায় আমাকে ও শোভনকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবেন বলে হুমকি দিয়েছেন । যে কারণে আমি আতঙ্কিত ও ভীত । বৈশাখী চিঠিতে উল্লেখ করেন, রত্না চট্টোপাধ্যায় শুধু একজন নাগরিক নন, প্রভাবশালী নেত্রীও বটে । ফলে তিনি সন্ত্রস্ত ৷ সেই চিঠির পর এবার বান্ধবীর নিরাপত্তার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷