পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sovan-Baishakhi : উমার বিসর্জনে সিঁথিতে সিঁদুর দিয়ে বৈশাখী আবাহন শোভনের - শোভন চট্টোপাধ্যায়

পুজোর আগে থেকেই একসঙ্গে ফ্যাশন ফটোশ্যুটে দেখা গিয়েছিল তাঁদের ৷ মম চিত্তের তালে কোমর দুলিয়েছিলেন বৈশাখী ৷ হাততালি দিয়ে বান্ধবীর বৈশাখীর সঙ্গে সঙ্গ দিয়েছিলেন শোভনও ৷ এরপর সপ্তমীতে একসঙ্গে বুর্জ খলিফা দর্শনের পর আজ সিঁদুরদান ৷

Sovan-Baishakhi
Sovan-Baishakhi

By

Published : Oct 15, 2021, 9:56 PM IST

কলকাতা, 15 অক্টোবর : বরাবরের বান্ধবী আজ কি তাহলে স্ত্রী ? অবশেষে কি সামাজিক স্বীকৃতি ? দীর্ঘ বন্ধুত্বের পর একুশের দশমীতে মা দুর্গার সামনে সরাসরি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ পুজোর আগে থেকেই একসঙ্গে ফ্যাশন ফটোশ্যুটে দেখা গিয়েছিল তাঁদের ৷ মম চিত্তের তালে কোমর দুলিয়েছিলেন বৈশাখী ৷ হাততালি দিয়ে বান্ধবীর বৈশাখীর সঙ্গে সঙ্গ দিয়েছিলেন শোভনও ৷ এরপর সপ্তমীতে একসঙ্গে বুর্জ খলিফা দর্শনের পর আজ সিঁদুরদান ৷

দুই তরফেই আইনত বৈবাহিক বিচ্ছেদ এখনও হয়নি । কিন্তু তা না হলেও আজকে সামাজিকভাবে প্রকাশ্যে দুজনের সম্পর্ককে স্বীকৃতি দিলেন শোভন ও বৈশাখী । কলকাতার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে দেবী দুর্গাকে বরণ করার পরই শোভন চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন।

'সিঁথির এই একটু সিঁদুরে সবকিছু বদলে গেল'

আরও পড়ুন :Ratna-Sovan-Baishakhi : সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা


আজকে সিঁদুরদানের পরে বৈশাখী বলেন, "আমাদের মধ্যে কোনওদিনই স্বীকৃতির অভাব ছিল না । শুধু স্বীকৃতির অভাব ছিল সমাজের । সমাজ এটাও দেখেছে আমাদের দুজনের মধ্যে কোথাও সততার অভাব নেই । আমরা দুজনেই দুটো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি । দুটো প্রাণহীন সম্পর্ককে শেষ করে আমাদের যেখানে নিজেদের আনন্দ, শান্তি যেখানে সেই আশ্রয়টা খুঁজে নিয়েছি । লোকেদের কাছে হয়তো এটা একটা নতুন অনুভূতি । কিন্তু আমি এই অনুভূতি না পেলে আমি সেইরকম মেয়ে নই যে এমন একটা সম্পর্ক গড়ে তুলব ।"

সিঁদুরখেলার মুহূর্তে শোভন ও বৈশাখী

বৈশাখীর কথায়, "আমরা স্বাভাবিক অনাড়ম্বর জীবনযাপন করি । কোনও মানুষ যদি আমাদের স্বাভাবিক আঙ্গিকে দেখে তাহলে তার সব কিছু স্বাভাবিক মনে হবে ।" তবে দেবী দুর্গার সামনে তাঁর সিঁথিতে শোভনের সিঁদুর পরিয়ে দেওয়া নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে । তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকেন ৷ কিছুদিন আগে ফেসবুকে নিজের নামের মাঝে শোভনের নাম জুড়েছেন বৈশাখী। তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে বৈশাখী নিজেও একাধিক বার সরব হয়েছেন। আজ, বিজয়া দশমীতে সেই সম্পর্ক পরিণতি পেল বলা যায়। যদিও এই বিষয়ে শোভন বা রত্না কারওরই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷


আরও পড়ুন :Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

ABOUT THE AUTHOR

...view details